Mon Chara Ki Moner Manush Roy (মন ছাড়া কি মনের মানুষ রয়) Bangla Lyrics By Animes Roy.
Song : Mon Chara Ki Moner Manush Roy
Lyrics : Matan Chand Gosai
Music Arranged by : Ujjal Bhattacharyya
Director : Anish Rahman
Telecast : Nagorik Music
Label : Animes Roy
Mon Chara Ki Moner Manush Roy Bangla Lyrics
যে যেমনে বাঞ্ছা করে …
যে যেমনে বাঞ্ছা করে
তার কাছে সে উদয় হয়,
মন ছাড়া কি মনের মানুষ রয়, রয় গো
মন ছাড়া কি মনের মানুষ রয়।।
মনের মানুষ মনহরা
রসময় রুপ রসে ভরা,
মনের মানুষ মনহরা
রসময় রুপ রসে ভরা,
দেখলে হবি আত্মহারা ..
দেখলে হবি আত্মহারা
অধরাকে ধরা দায়,
মন ছাড়া কি মনের মানুষ রয়, রয় গো
মন ছাড়া কি মনের মানুষ রয়।।
বিশুদ্ধ মানুষের করন
চন্ডী রজকীনির মরন,
বিশুদ্ধ মানুষের করন
চন্ডী রজকীনির মরন,
তারা এক মরনে দুই জন মরন,
এক মরনে দুই জন মরন
আত্মায় আত্মায় মিশে রয়,
মন ছাড়া কি মনের মানুষ রয়, রয় গো
মন ছাড়া কি মনের মানুষ রয়।।
গোসাই মাতান চাঁদে ভণে
মানুষ ধরা মানুষ বিনে,
গোসাই মাতান চাঁদে ভণে
মানুষ ধরা মানুষ বিনে,
আমি পাবো কি আর এই জীবনে
পাবো কি আর এই জীবনে,
সেই মানুষ, সেই রসময়,
মন ছাড়া কি মনের মানুষ রয়, রয় গো
মন ছাড়া কি মনের মানুষ রয়।
যে যেমনে বাঞ্ছা করে ..
যে যেমনে বাঞ্ছা করে
তার কাছে সে উদয় হয়,
মন ছাড়া কি মনের মানুষ রয়, রয় গো
মন ছাড়া কি মনের মানুষ রয়, রয় গো
মন ছাড়া কি মনের মানুষ রয়।।