Mon Dishehara (মন দিশেহারা) Bangla New Natok Song Lyrics By Avraal Sahir & Kona. Bangla New Natok Shadi Mubarak By Mushfiq R Farhaan & Porshi.
Song : Mon Dishehara
Singer ‘: Avraal Sahir & Kona
Lyrics : Ahmed Risvy
Tune & Music : Avraal Sahir
Label : Sultan Entertainment
নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েবসাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com
Mon Dishehara Bangla Lyrics
তোকে দেখে হলো মনে
চেয়েছি যা এ জীবনে
পেয়েছি তা আমি পুরোটা
ভাবনার মন্দিরে
খুজি ফিরি আমি যারে
সে তো তুই জানে বিধাতাই
তোরই নাম লেখা আছে
বুকের ভিতর
তোকে ছাড়া আমি
চাইনা দিন চাইনা ক্ষন
মন আমার দিশেহারা
হলো রে প্রেমে তোর
তোকে ছাড়া আমি
চাইনা দিন চাইনা ক্ষন
মন আমার দিশেহারা
হলো রে প্রেমে তোর
সপ্ন আজ সত্যি আমার
হাস্না দিলে কেটে গেল আধার
মন হাসে তোরই প্রেমে বারে বার
গল্পটা খুব চেনা তোর আমার
তোরই নাম লেখা আছে
বুকের ভিতর
তোকে ছাড়া আমি
চাইনা দিন চাইনা ক্ষন
মন আমার দিশেহারা
হলো রে প্রেমে তোর
তোকে ছাড়া আমি
চাইনা দিন চাইনা ক্ষন
মন আমার দিশেহারা
হলো রে প্রেমে তোর
তোকে দেখে হলো মনে
চেয়েছি যা এ জীবনে
পেয়েছি তা আমি পুরোটা
ভাবনার মন্দিরে
খুজি ফিরি আমি যারে
সে তো তুই জানে বিধাতাই
তোরই নাম লেখা আছে
বুকের ভিতর
তোকে ছাড়া আমি
চাইনা দিন চাইনা ক্ষন
মন আমার দিশেহারা
হলো রে প্রেমে তোর
তোকে ছাড়া আমি
চাইনা দিন চাইনা ক্ষন
মন আমার দিশেহারা
হলো রে প্রেমে তোর।।