Mon Jodi Chay ( মন যদি চায়) Bangla Lyrics By SD Sagor & Porshi। Priyojon Bangla Drama.
Song : Mon Jodi Chay – মন যদি চায়
Singer : SD Sagor & Porshi
Lyric : Snahashish Ghosh
Tune : Imran Mahmudul
Music : Tonmoy Mahbubul
Label: CMV
Mon Jodi Chay Bangla Lyrics
মন যদি চায়, আয় চলে আয়
এত ভেবে কি হবে আর
ছোট্ট জীবন মনেরি মতন
সাজানো খুবই দরকার
যদি তোর মন আমাকে ডাকে
তবে চল বলি এ পৃথিবীটাকে
ভালোবাসি দু’জন দু’জনাকে
তবে চল বলি এ পৃথিবীটাকে
ভালোবাসি দু’জন দু’জনাকে।
এই কঁপালে, নাম লেখালে
থাকবি ভালো বলে দিলাম
সুখের দেশে, ভেসে ভেসে
বুঝবি প্রেমের পরিণাম
যদি তোর মন আমাকে ডাকে
তবে চল বলি এ পৃথিবীটাকে
ভালোবাসি দু’জন দু’জনাকে
তবে চল বলি এ পৃথিবীটাকে
ভালোবাসি দু’জন দু’জনাকে।
আমার হলে, রাখবো তোকে
মাথায় করে বলে দিলাম
ভালোবেসে দেবো যে তোকে
ভালোবাসার সাবধান
যদি তোর মন আমাকে ডাকে
তবে চল বলি এ পৃথিবীটাকে
ভালোবাসি দু’জন দু’জনাকে
তবে চল বলি এ পৃথিবীটাকে
ভালোবাসি দু’জন দু’জনাকে।।
Mon Jodi Chay Bangla Lyrics
Mon jodi chay ay cole ay
Eto bhebe ki hobe ar
Chotto jibon moneri moton
Sajano khub dorkar
Jodi tor mon amake dake
Tobe chol boli e prithibitake
Bhalobasi dujon dujonake
Ei kopale naam lekhale
Thakbi bhalo bole dilam