Mon Pinjira ( মন পিঞ্জিরা) Bangla Lyrics By Rakib Musabbir & Shilpi Biswas.

Mon Pinjira ( মন পিঞ্জিরা) Bangla Lyrics By Rakib Musabbir & Shilpi Biswas.

Mon Pinjira ( মন পিঞ্জিরা) Bangla Lyrics By Rakib Musabbir & Shilpi Biswas.

 Here We Present You With the song ‘Mon Pinjira’ song Lyrics In Bengali. This Song is Sung By ‘Rakib Musabbir & Shilpi Biswas’. Lyrics Written By ‘Emdad Sumon‘, Music Given By ‘Rakib Musabbir’. This song published on CD Choice Music YouTube channel. Hope You Will Enjoy The Song. 

Song: Mon Pinjira

Singer: Rakib Musabbir & Shilpi Biswas.

Lyrics: Emdad Sumon

Tune: Rakib Musabbir

Music: Rakib Musabbir

Music Label: CD Choice Music

Mon Pinjira Song Lyrics 

মন পিঞ্জিরায় বাইন্ধাছি তোর মন

যাইসনারে তুই আমায় ছাইরা

শোনরে কথা শোন

ও কিসের এত অভিমান তোর

বলনা আমায় বল…..

মন পিঞ্জিরায় বাইন্ধাছি তোর মন

যাইসনারে তুই আমায় ছাইড়া

শোনরে কথা শোন

যেদিন থেকে দেখছি তোরে

বাড়ছে বুকে টান,

যেদিন থেকে দেখছি তোরে

বাড়ছে বুকে টান,

এক জীবনে তুই যে আমার

বেঁচে থাকার প্রাণ..

মন পিঞ্জিরায় বাইন্ধাছি তোর মন

যাইস নারে তুই আমায় ছাইরা,

শোনরে কথা শোন।

তোরই ভাবনা তে আমার

রাত কেটে যায়,

তোরই ভাবনা তে আমার

রাত কেটে যায়

তোকে নিয়ে কাটাবো রে

সুখের মোহনায়…..

মন পিঞ্জিরায় বাইন্ধাছি তোর মন..

যাইস নারে তুই আমায় ছাইরা

শোনরে কথা শোন

যাইস নারে তুই আমায় ছাইরা

শোনরে কথা শোন

যাইস নারে তুই আমায় ছাইরা

শোনরে কথা শোন

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *