Mone Ki Pore Na(মনে কি পরে না) Bangla Lyrics By Samz Vai
Song : Mone Ki Pore Na
Vocal : Samz Vai
Lyrics : Samz Vai
Label : S Label
নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েবসাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com
Mone Ki Pore Na Bangla Lyrics
মনে কি পড়ে না তোর
আমারই কথা
মনে কি পড়ে না তোর
সাথে পথচলা
মনে কি পড়ে না তোর
আমারই কথা
মনে কি পড়ে না তোর
সাথে পথচলা
ও রেখেছিলাম আমি
তোর কোলেতে মাথা
বলেছিলি হাতটি ধরে
আসুক যত বাধা
আমাকে ছেড়ে তুই
কোথাও দূরে যাবি না
আমায় ছাড়া আর
কারো তুই হবি না
আমি ভুলে যাবো তোর
সব সৃতি
এক নিমিষের মাঝে হায়
চলে যাব আমিও বহু দূরে
হটাৎ কোন এক অজানায়
আমার হৃদয় ভাঙ্গিয়া
কার ঘরে আলো দিয়া
আনন্দে তুই ঘুরিয়া বেড়াস
কেমনে হয়রে এতো পাষাণ
আমার মতো মানুষরে তুই
ধোকা দিয়া গেলি বারো মাস
মনের দুঃখ মনে চাইপা
গেলামরে তোর সুখের লাইগা
ভালো থাকিস ভুলিয়া আমায়
কেউ জানেনা মনের কতো
সুখে সুখে লইছি ক্ষত
সময় নাই আর জানাইলাম বিদায়
আমি ভুলে যাবো তোর
সব সৃতি
এক নিমিষের মাঝে হায়
চলে যাব আমিও বহু দূরে
হটাৎ কোন এক অজানায়
র্যাপ
আমার মন প্রান দিয়ে তোরে
বেসেছিলাম ভালো
বাস্তবের কাছে আজ
সবই হার মেনে গেল
বুঝতে চাসনি তুই
কখনো এই আমায়
ভুল বুঝে আজ
হারালি তো অজানায়
জীবন টা আজ যেন
শুধু মরিচীকা
তোর সেই হাত ধরে
ভালোবাসা শেখা
কষ্টের হাহাকার পুরছে
ধীরেধীরে
চেয়েছিলাম সারাজীবন
এই বুকে শুধু তোরে
দিনশেষে আসে যখন
রাতের সেই অন্ধকার
তোর সেই সৃতি গুলো
করে ফেলে তোলপাড়
জানি আর কোনদিন
হবি না তো আমার
তোকে পাবার মতো
নেই তো অধিকার
ছেড়ে দিলাম এই চোখে
যা নিজের খুশি
কখনো আর বলবোনা
তোকে ভালোবাসি
কোনোদিনও করবো না
তোকে নিয়ে আশা
মন থেকে মুছে গেছে
সব ভালোবাস
গান
মনে কি পড়ে না তোর
আমারই কথা
মনে কি পড়ে না তোর
সাথে পথচলা
আমি ভুলে যাবো তোর
সব সৃতি
এক নিমিষের মাঝে হায়
চলে যাব আমিও বহু দূরে
হটাৎ কোন এক অজানায়
Mone Ki Pore Na Bangla Lyrics
Mone ki pore na tor
Amari kotha
Mone ki pore na tor
Sathe poth chola
O rekhechilam ami
Tor kolete matha
Bole chili hat ti dhore
Asuk joto badha