Moner Abdar ( মনের আবদার) Bangla Lyrics By Avraal Sahir & Rumi Rusha.
Moner Abdar ( মনের আবদার) Bangla Lyrics By Avraal Sahir & Rumi Rusha.
Song : Moner Abdar
Singer: Avraal Sahir & Rumi Rusha
Lyric: Avraal Sahir
Tune & Music: Avraal Sahir
Label: TR MUSIC STATION
Moner Abdar Lyrics In Bengali
বাড়াবাড়ি হলে হোক না একটু বেশী
বলতে দ্বিধা নেই তোকে ভালোবাসি – ২ বার
মিশে গেলাম তোরই মাঝে
আমি নীল হবো তোর মন আকাশে
আমি তোর কাছে আসতে চাই বারেবার
বুঝেনে তুই এ মনের আবদার – ২ বার
ছায়া হয়ে রবো, তোর আশেপাশে
খুঁজে পাবি আমায়, তোর প্রতি নিঃশ্বাসে
শত বাহানায়, তোকে বুকে জড়াবো
আঁচলের নীড়ে আমার, তোকে লুকাবো
ডুবে ডুবে যাই আমি, ভেসে বেড়াই
আমি করি কত পাগলামি, তোরই প্রেমে
খেয়ালে বে খেয়ালে, কখনো হাড়ালে
নিঃশ্বাস এই আমার যাবে থেমে
আমি তোর কাছে আসতে চাই বারেবার
বুঝেনে তুই এ মনের আবদার – ২ বার
বাড়াবাড়ি হলে হোক না একটু বেশী
বলতে দ্বিধা নেই তোকে ভালোবাসি
মিশে গেলাম তোরই মাঝে
আমি নীল হবো তোর মন আকাশে