Moner Jore Cholche Deho(মনের জোড়ে চলছে দেহ) Bangla Lyrics By Habib Wahid.
Moner Jore Cholche Deho(মনের জোড়ে চলছে দেহ) Bangla Lyrics By Habib Wahid.
Song : Moner Jore Cholche Deho
Singer : Habib Wahid
Lyrics : Jewel Mahmud
Film : Chandragrohon
Moner Jore Cholche Deho Lyrics in Bengali
মনের জোরে চলছে দেহ
দেহের ভিতর মন
সেই মনে আজ
লাগছে ভালো রূপমনি কাঞ্চন
সে তো আসে যায়
সে তো আসে যায়
যার জন্যে চান্দে চান্দে এত চন্দ্র গ্রহণ
মনের জোরে চলছে দেহ
দেহের ভিতর মন
সেই মনে আজ
লাগছে ভালো রূপমনি কাঞ্চন
সে তো আসে যায়
সে তো আসে যায়
যার জন্যে চান্দে চান্দে এত চন্দ্র গ্রহণ
কাঁচা বাঁশের খাচার ভিতর পঞ্চ রসের মিল
চৌ দরজায় মায়ার খরন এক দরজায় খিল
সেই দরজা যাবে খুলে মিললে দর্শন
সে তো আসে যায়
সে তো আসে যায়
যার জন্যে চন্দে চান্দে এত চন্দ্র গ্রহণ
উজানে উজান হায়
উজানে উজান ভাঙ্গে কুল যায় স্রোত ধারা
সেই না ধারায় বন্ধুর চলন দেহ পাগল পারা রে
দেহ পাগল পারা
দেহের ভিতর
দেহের ভিতর দেহের প্রহর
খুজে আপনজন
সে তো আসে যায়
সে তো আসে যায়
যার জন্যে চান্দে চান্দে এত চন্দ্র গ্রহণ
মনের জোরে চলছে দেহ
দেহের ভিতর মন
সেই মনে আজ
লাগছে ভালো রূপমনি কাঞ্চন