MONER KHATAY ( মনের খাতায়) Bangla Lyrics By RAKIBUL HASAN.
Song : MONER KHATAY
Singer : RAKIBUL HASAN
Lyric : AQEEL AL-FARADHI
Tune : MEHTAJ
Video : Nasheed Film
Dop : Mamun Khan
Video Editing : Imran
Sound design : Mahadi Hasan
Label : Nasheed Film
MONER KHATAY Bangla Lyrics
মনের খাতায় লিখেছি তোমারি নাম
মুছে দিওনা হে পিও মুছে দিওনা
ভবের ধারায় ধরেছি তোমারি নাম
রুখে দিও না হে প্রিয় রুখে দিওনা
মনের খাতায় লিখেছি তোমারি নাম
মনের তুলিতে এঁকেছি তোমায়
আমার বধের দেওয়ালে
প্রেমের আঁখিতে দেখেছি তোমায়
মনের ব্যাকুল খেয়াল
মনের তুলিতে এঁকেছি তোমায়
আমার বধের দেওয়ালে
প্রেমের আঁখিতে দেখেছি তোমায়
মনের ব্যাকুল খেয়াল
ভুলে যেও না হে প্রিয় ভুলে যেও না
মনের খাতায় লিখেছি তোমারি নাম
রঙিন ফাগুনে রেখেছি তোমায়
নতুন ফুলের কুঁড়িতে
দিয়ে শুরুভি মনেরি অভয়
রেখো চোখের মনিতে
রঙিন ফাগুনে রেখেছি তোমায়
নতুন ফুলের কুঁড়িতে
দিয়ে শুরুভি মনেরি অভয়
রেখো চোখের মনিতে
দূরে যেও না হে প্রিয় দূরে যেওনা
মনের খাতায় লিখেছি তোমারি নাম
মুছে দিওনা হে পিও মুছে দিওনা
ভবের ধারায় ধরেছি তোমারি নাম
রুখে দিও না হে প্রিয় রুখে দিও না।।