Moneri Ojante Dileri Aynate( মনেরই অজান্তে দিলেরি আয়নাতে) Bangla Lyrics By Chisty Baul.

Moneri Ojante Dileri Aynate( মনেরই অজান্তে দিলেরি আয়নাতে) Bangla Lyrics By Chisty Baul. 

Song : Moneri Ojante Dileri Aynate

Vocal : Chisty Baul 

Lyrics : Shamsel Haque Chisty 

Label : Nagorik Music 

 

Moneri Ojante Dileri Aynate Bangla Lyrics 

মনেরই অজান্তে দিলেরি আয়নাতে

কে বাসিলো তারে ধরতে না পারলাম 

মনেরই অজান্তে দিলেরি আয়নাতে

কে বাসিলো তারে ধরতে না পারলাম ব

শুধু দিলের টানে শুনি

মধুময় নামখানি 

শুধু দিলের টানে শুনি

মধুময় নামখানি 

সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম 

মনেরই অজান্তে দিলেরি আয়নাতে

কে বাসিলো তারে ধরতে না পারলাম 

চন্দ্র সূর্য গ্রহ তারা

জীন ইন্সান ফেরেস্তারা

দিবানীশি গাইছে তারা

ওই নামের কালাম 

চন্দ্র সূর্য গ্রহ তারা

জীন ইন্সান ফেরেস্তারা

দিবানীশি গাইছে তারা

ওই নামের কালাম 

গাছ ও বৃক্ষ তৃনলতা

সকলে নোয়ায়ে মাথা 

গাছ ও বৃক্ষ তৃনলতা

সকলে নোয়ায়ে মাথা 

জগতে তার কদমে

 জানাইছে সালাম

 

মনেরই অজান্তে দিলেরি আয়নাতে

কে বাসিলো তারে ধরতে না পারলাম 

মনেরই অজান্তে দিলেরি আয়নাতে

কে বাসিলো তারে ধরতে না পারলাম 

যেদিন থেকে সেই অপরুপ

দেখেছি দুই নয়নে

আহার নিদ্রা লয়না মনে

শান্তি নাই এই বগনে

যেদিন থেকে সেই অপরুপ

দেখেছি দুই নয়নে

আহার নিদ্রা লয়না মনে

শান্তি নাই এই বগনে

আরশী নগরের পরশী

ওদের ঘরে মধুর হাসি 

আরেকবার যদি তারে 

দেখিতে পাইতাম 

মনেরই অজান্তে দিলেরি আয়নাতে

কে বাসিলো তারে ধরতে না পারলাম 

জানিনা কোন কর্ম ভূলে

কোন বা বেসে বিভুর

এই সুযোগে পালিয়ে যায়

শামসেল হকের মন চুল

জানিনা কোন কর্ম ভূলে

কোন বা বেসে বিভুর

এই সুযোগে পালিয়ে যায়

শামসেল হকের মন চুল

মনেরই অজান্তে দিলেরি আয়নাতে

কে বাসিলো তারে ধরতে না পারলাম 

মনেরই অজান্তে দিলেরি আয়নাতে

কে বাসিলো তারে ধরতে না পারলাম।। 

Moneri Ojante Dileri Aynate Bangla Lyrics

Moneri ojante dileri aynate

Ke basilo tare dhorte na parlam

Moneri ojante dileri aynate

Ke basilo tare dhorte na parlam

Sudhu diler tane suni

Modhumoy nam khani

Sudhu diler tane suni

Modhumoy nam khani

Sallallahu alaihe osallam

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *