Monta Jodi Khola Jeto(মনটা যদি খোলা যেতো) Bangla Lyrics By Sabina Yeasmin.
Song : Monta Jodi Khola Jeto
Vocal : Sabina Yeasmin
Lyrics : Ahmed Imtiaz Bulbul
Label : Anupam
Monta Jodi Khola Jeto Bangla Lyrics
মনটা যদি খোলা যেত
সিন্ধুকেরই মত
দেখাইতে পারিতাম তোমায়
ভালোবাসি কত
পাগলও করিলা বন্ধু
কি যাদু করিলা রে
ও প্রাণ বন্ধু রে,ও সোনা বন্ধু রে
ও প্রাণ বন্ধু রে,ও সোনা বন্ধু রে
ও বন্ধুরে,হো,
ভাসাইলা ভাসাইলা মোরে
উথাল প্রেমের জোয়ারে
ও প্রাণ বন্ধু রে, ও সোনা বন্ধু রে
নাকের যেমন নোলক আছে
কানের আছে দুল রে
ফুলের যেমন ভ্রমর আছে
নদীর আছে কুল রে
নাকের যেমন নোলক আছে
কানের আছে দুল রে
ফুলের যেমন ভ্রমর আছে
নদীর আছে কুল রে
তুমি আমার জীবন তরী
আশারই দরিয়া রে
ও প্রাণ বন্ধু রে,
ও সোনা বন্ধু রে
মনটা যদি খোলা যেত
সিন্ধুকেরই মত
দেখাইতে পারিতাম তোমায়
ভালোবাসি কত
মনটা যদি খোলা যেত
সিন্ধুকেরই মত
দেখাইতে পারিতাম তোমায়
ভালোবাসি কত
পাগল করিলা বন্ধু
কি যাদু করিলা রে
ও প্রাণ বন্ধু রে, ও সোনা বন্ধু রে,
ও প্রাণ বন্ধু রে,ও সোনা বন্ধু রে,
ও বন্ধুরে,হো
ভাসাইলা ভাসাইলা মোরে
উথাল প্রেমের জোয়ারে
ও প্রাণ বন্ধু রে,ও সোনা বন্ধু রে
ও প্রাণ বন্ধু রে,ও সোনা বন্ধু রে।।
Monta Jodi Khola Jeto Bangla Lyrics
Monta jodi khola jeto
Sindhukeri moto
Dekhaite paritam tomay
Valobasi koto
Pagol o korila bondhu
Ki jadu korila re
Oh pran bondhu re, oh sona bondhu re