Mrito Mukh ( মৃত মুখ) Bangla Lyrics By Gogon Sakib.

 

Mrito Mukh ( মৃত মুখ) Bangla Lyrics By Gogon Sakib. 

Song : Mrito Mukh 

Singer : Gogon Sakib

Lyrics : Gogon Sakib & Riaz

Tune : Riaz

Music : Jami Ul Hasan

Label : Samsul Official

Mrito Mukh Bangla Lyrics 

মরনেরি খুব নিকটে

বন্ধু আমার নাম

পৌঁছে যাবে তোমার বাড়ি

রক্ত রঙের খাম

কান্না মোছার আগে সেদিন

ছুটে আসলেও আর

পাবে না সে আগের আমি

হাসি মুখ আমার

আমার মলিন মুখের

চক্ষু দুইটা কে

কেদোনা তুমি বন্ধ দেখে

আমার মৃত মুখে হাসি না থাকলে

হাসবো তোমায় পেলে হাশরে

লোক সমাগম হবে সেদিন

আমার বাড়িতে

সময় মতো যাবেও চলে

বিদায় জানিয়ে

 

সাদা কাফন দিয়ে হবে

আমায় মোড়ানো

শেষ বিদায়ের আগে হবে

পালকি চড়ানো

আমার মলিন মুখের

চক্ষু দুইটা কে

কেদোনা তুমি বন্ধ দেখে

আমার মৃত মুখে হাসি না থাকলে

হাসবো তোমায় পেলে হাশরে

তুমি যদি বুক ফাটিয়ে

কান্না জুড়ে দাও

এই পৃথিবীর তরে আমায়

পাবে না কোথাও

তার চেয়ে ভালো

লোক দেখানো

কান্না কেঁদো তুমি

ঘুম শহরে তোমার আশায়

বসে থাকবো আমি

 

আমার মলিন মুখের

চক্ষু দুইটা কে

কেদোনা তুমি বন্ধ দেখে

আমার মৃত মুখে হাসি না থাকলে

হাসবো তোমায় পেলে হাশরে

Mrito Mukh Bangla Lyrics 

Moroneri khub nikote

Bondhu amar nam

Pouche jabe tomar bari

Rokter ranger kham.

Kanna mochar age sedin

Chute asleo ar

Pabe na se ager ami

Hasi mukh amar.

Amar molin mukher

Chokkhu duita ke

Kedona tumi bondho dekhe

Amar mrito mukher hasi na thakle

Hasbo tomay pele hashore.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *