Muthor Angul Khule(মুঠোর আঙুল খুলে) Bangla Lyrics By Mahtim Sakib। Rong Dhong Bangla Natok By Apurbo & Keya Payel.
Song : Muthor Angul Khule
Vocal : Mahtim Sakib
Lyrics : Rabiul Islam Jibon
Music : Marcel
Label : CMV
Muthor Angul Khule Bangla Lyrics
মুঠোর আঙ্গুল খুলে
তোমায় ছুঁতে যাই ভুলে
হাসির আড়াল তুমি
স্বপ্ন সাজাও কোন ফুলে
আমি সামলে রাখি আবেগ
এ পথে রোদ্দুর নাকি মেঘ
এগিয়ে গিয়ে আবার যাই পিছিয়ে
যদি বাসো ভালো
তবে কিছু আলো
যদি বাসো ভালো
তবে কিছু আলো
দাও বুঝিয়ে
মুঠোর আঙ্গুল খুলে
তোমায় ছুঁতে যাই ভুলে
হাসির আড়াল তুমি
স্বপ্ন সাজাও কোন ফুলে
কথারা জড়ো হয়
ভাঙে নীরবতার সিঁড়ি
লাগে যে বড় ভয়
যদি শূন্য হাতে ফিরি
কথারা জড়ো হয়
ভাঙে নীরবতার সিঁড়ি
লাগে যে বড় ভয়
যদি শূন্য হাতে ফিরি
আমি সামলে রাখি আবেগ
এ পথে রোদ্দুর নাকি মেঘ
এগিয়ে গিয়ে আবার যাই পিছিয়ে
যদি বাসো ভালো
তবে কিছু আলো
যদি বাসো ভালো
তবে কিছু আলো
দাও বুঝিয়ে।।
Muthor Angul Khule Bangla Lyrics
Muthor angul khule
Tomay chute jai vule
Hasir aral tumi
Swopno saja kon fule
Ami samle rakhi abeg
E pothe roddur naki megh
Egiye giye abar jai pichiye
Jodi basho valo
Tobe kichu alo
Dao bujhiye.