Na Evabe Na (না এভাবে না) Bangla Lyrics By Sheikh Sadi.
Na Evabe Na (না এভাবে না) Bangla Lyrics By Sheikh Sadi.
Song : Na Evabe Na
Singer : Shiekh Sadi
Lyric : Shiekh Sadi
Tune : Shiekh Sadi
Music : Mahmudul Hasan
Album : Na Evabe Na
Label : Cd Choice
Na Evabe Na Bangla Lyrics
তোমার স্মরণে রাত কাটাতে আর পারি না
প্রহর গুনে পথে তাকাতে আর পারি না
তোমায় নিয়ে দেখা স্বপ্ন মনে পড়ে রোজ রোজ,
অবেলায়
তুমি পাশে এসে বসবে না ভাবতে মন না চায়
না এভাবে না, আমি মানি না
তুমি ছাড়া এই পৃথিবী চাই না
না এভাবে না, আমি মানি না
তুমি ছাড়া এই পৃথিবী চাই না
তোমায় দেখবো আমি সাথে
তোমার স্বামী হাতে ঘড়িটাও বেশ দামী
আমি হেরেছি নিজের চোখে তোমায় হারিয়ে
অপদার্থ আমি সমাজের ভিরে
না এভাবে না, আমি মানি না
তুমি ছাড়া এই পৃথিবী চাই না
না এভাবে না, আমি মানি না
তুমি ছাড়া এই পৃথিবী চাই না
ভুলে যাই তবু মাঝে মাঝে
স্মরণে তুমি এসে কেন দেখা দাও
স্বার্থপর ছিলকে তুমি নাকি ভালোবাসা,
এমনটাই হয়
না এভাবে না, আমি মানি না
তুমি ছাড়া এই পৃথিবী চাই না
না এভাবে না, আমি মানি না
তুমি ছাড়া এই পৃথিবী চাই না।।