Na Pawa Tumi (না পাওয়া তুমি) Bangla Lyrics By Shamiul Shezan.

 Na Pawa Tumi (না পাওয়া তুমি) Bangla Lyrics By Shamiul Shezan.

Na Pawa Tumi (না পাওয়া তুমি) Bangla Lyrics By Shamiul Shezan.

Song Name : Na Pawa Tumi

Vocal, Lyrics & Tune : Shamiul Shezan

Composition : Shamiul Shezan

Mix and mastered by : Shamiul Shezan

Relaise Date : 1 January 2023

Na Pawa Tumi Lyrics In Bengali 

সীমাহীন ছলনাতে

মিথ্যে তোমার পুরোটা,

কালো মেঘে কেঁদেছে

তোমার তীব্র নিষ্ঠুরতায়। 

এভাবে দিন আঁধারে গড়িয়ে

দুটি পথ দু দিকে হারিয়ে,

তোমার দিয়ে যাওয়া আঘাতে

কেঁদেছে মায়া তোমায় ফেরাতে। 

আ ..আ..

সেই তুমি আমার নও

না পাওয়া শহর স্তব্ধ,

সেই তুমি আমার নও

না পাওয়া শহর স্তব্ধ। 

আঁধারে রাতে আমার শুন্য প্রতিক্ষণ

জেগে থাকি ব্যথা জড়িয়ে সারাক্ষণ,

পারিনি তোমার ছায়া হতে কভুও

এভাবেই হেরে যায় ভালোবাসা সব। 

কি করে ভুলি তোমায়

আঁধারে মেশালে আমায়,

ভিড়ের এ শহরে আমি একা

তোমায় খুঁজে যাই। 

এভাবে দিন আঁধারে গড়িয়ে

দুটি পথ দু দিকে হারিয়ে,

তোমার দিয়ে যাওয়া আঘাতে

কেঁদেছে মায়া তোমায় ফেরাতে। 

এভাবে দিন আঁধারে গড়িয়ে

দুটি পথ দু দিকে হারিয়ে,

তোমার দিয়ে যাওয়া আঘাতে

কেঁদেছে মায়া তোমায় ফেরাতে। 

সেই তুমি আমার নও

না পাওয়া শহর স্তব্ধ,

সেই তুমি আমার নও

না পাওয়া শহর স্তব্ধ,

সেই তুমি আমার নও

না পাওয়া শহর স্তব্ধ। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *