Nachni Poka Bangla Lyrics By Lopamudra Mitra and Arkadeep Mishra.

 Nachni Poka Bangla Lyrics By Lopamudra Mitra and Arkadeep Mishra.

Nachni Poka Bangla Lyrics By Lopamudra Mitra and Arkadeep Mishra.

Song: Nachni Poka

Original Music Composer & Songwriter: Sunil Mahato 

Genre: Jhumur 

Gaane Mishti Music Composer & Director: Joy Sarkar

Gaane Mishti Singers: Lopamudra Mitra and Arkadeep Mishra

Nachni Poka Lyrics in Bengali 

একটা নাচনী পোকা চাই ঘুরঘুর ..

ডুলুং নদীর জলে..

একটা নেড়া গাছে ফুল ফুটেছে

একটা নেড়া গাছে ফুল ফুটেছে

ফুল ডুঙরির কোলে রে, কোলে রে,কোলে রে।

একটা কালো ভ্রমর গুনগুনগুন

খোঁপায় গোঁজা ফুলে,

ও তার ফাগুনে আগুন লেগেছে

ও তার ফাগুনে আগুন লেগেছে

পলাশী জঙ্গলে রে এ এ..

ঢিপিং ঢিপিং বাজনা কোথাও

বাজাচ্ছে সাওঁতালে রে, বাজাচ্ছে সাওঁতালে,

ঢিপিং ঢিপিং বাজনা কোথাও

বাজাচ্ছে সাওঁতালে রে, বাজাচ্ছে সাওঁতালে।

কুহু বনে বনে মনের কোনে

ঝামুর গানের বাজনা কানে,

আপন মনে জীবন জানে

মন ফাগুনের মন কেমনে,

মেঘলা দিনের দিন যাপনের গান

সে যে বাঁধন মানে না। (X2)

একটা মন বলেছে মনের কথা

কংসাবতীর কূলে,

একটা বনের ময়ূর আপন মনে

একটা বনের ময়ূর আপন মনে

নাচে পেখন তুলে রে এ এ..

ঢিপিং ঢিপিং বাজনা কোথাও

বাজাচ্ছে সাওঁতালে রে, বাজাচ্ছে সাওঁতালে,

ঢিপিং ঢিপিং বাজনা কোথাও

বাজাচ্ছে সাওঁতালে রে, বাজাচ্ছে সাওঁতালে।

একটা কুলবধূর কখন যে হয়

ঘোমটা.. গেছে খুলে,

ও সে নদীর ঘাটে এসে গেছে

ও সে নদীর ঘাটে এসে গেছে

জল ডোবাতে ভুলে রে এ এ..

ঢিপিং ঢিপিং বাজনা কোথাও

বাজাচ্ছে সাওঁতালে রে, বাজাচ্ছে সাওঁতালে,

ঢিপিং ঢিপিং বাজনা কোথাও

বাজাচ্ছে সাওঁতালে রে, বাজাচ্ছে সাওঁতালে।

কুহু বনে বনে মনের কোনে

ঝামুর গানের বাজনা কানে,

আপন মনে জীবন জানে

মন ফাগুনের মন কেমনে,

মেঘলা দিনের দিন যাপনের গান

সে যে বাঁধন মানে না।

ঢিপিং ঢিপিং বাজনা কোথাও

বাজাচ্ছে সাওঁতালে রে।

কুহু বনে বনে মনের কোনে

ঝামুর গানের বাজনা কানে,

আপন মনে জীবন জানে

মন ফাগুনের মন কেমনে,

মেঘলা দিনের দিন যাপনের গান

সে যে বাঁধন মানে না।

ঢিপিং ঢিপিং বাজনা কোথাও

বাজাচ্ছে সাওঁতালে রে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *