Namaj (নামাজ) Bangla Lyrics By Rajiya Risha.
Song : Namaj
Singer : Rajiya Risha
Lyrics & Tune : Collected
Edit and Color : Ibrahim Ferdous
Namaj Bangla Lyrics
পড়ব পড়ব বলে রে মানুষ
ও তুই নামাজটা পড়লি না
রে তুই নামাজটা পড়লি না
আজরাইল আসিয়া রে মন
সময় তো দেবে না রে মানুষ
থাকবা কেমনে আধার কবরে
পড়ব পড়ব বলে রে মানুষ
ও তুই নামাজটা পড়লি না
রে তুই নামাজটা পড়লি না
আজরাইল আসিয়া রে মন
সময় তো দেবে না রে মানুষ
থাকবা কেমনে আধার কবরে
চার জন চার কান্দে লইয়া
হাতিবে কবরে রে তোর
হাতিবে কবরে রে
একা করে শুয়াইবে
অন্ধকার ওই ঘরে রে মানুষ
থাকবা কেমনে আধার কবরে
চার জন চার কান্দে লইয়া
হাতিবে কবরে রে তোর
হাতিবে কবরে রে
একা করে শুয়াইবে
অন্ধকার ওই ঘরে রে মানুষ
থাকবা কেমনে আধার কবরে
পড়ব পড়ব বলে রে মানুষ
ও তুই নামাজটা পড়লি না
রে তুই নামাজটা পড়লি না
বাড়ির পাশে পুকুর পাড়ে
বাদবি বাসর ঘর রে মন
বাদবি বাসর ঘর
ভাই ও নাই তোর বান্ধব নাই
কে লইবে খবর রে মানুষ
থাকবা কেমনে আধার কবরে
পড়ব পড়ব বলে রে মানুষ
ও তুই নামাজটা পড়লি না
রে তুই নামাজটা পড়লি না
আজরাইল আসিয়া রে মন
সময় তো দেবে না রে মানুষ
থাকবা কেমনে আধার কবরে
থাকবা কেমনে আধার কবরে।।