Namaz (নামাজ) Bangla Lyrics By Baul Raju Mondol.

Namaz (নামাজ) Bangla Lyrics By Baul Raju Mondol. 

Song : Namaz

Singer : Baul Raju Mondol 

Lyrics & Tune : Sohel Shah

Music : Mohidul Hasan Mon 

Label :  Mon Music Studio

Namaz Bangla Lyrics 

আইছো ভবে দিন গুনে 

যাইবা কখন কে জানে

আইছো ভবে দিন গুনে 

যাইবা কখন কে জানে

কোন দশাতে পইরা 

একবারও কি ভাবো রে মন 

যাইবা তুমি মইরা 

একবারও কি ভাবো রে মন 

যাইবা তুমি মইরা 

একবারও কি ভাবো রে মন 

যাইবা তুমি মইরা 

দিনে রাইতে চব্বিশ ঘণ্টা 

ব্যস্ত থাকো কাজে 

ব্যস্ত তুমি মহা ব্যস্ত

সময় নাই নামাযে

দিনে রাইতে চব্বিশ ঘণ্টা 

ব্যস্ত থাকো কাজে 

ব্যস্ত তুমি মহা ব্যস্ত

সময় নাই নামাযে

আর কতো দিন ঘুরবা রে মন

করিয়া আপন আপন 

আর কতো দিন ঘুরবা রে মন

করিয়া আপন আপন 

মায়ার জালে পইরা 

একবারও কি ভাবো রে মন 

যাইবা তুমি মইরা 

একবারও কি ভাবো রে মন 

যাইবা তুমি মইরা 

একবারও কি ভাবো রে মন 

যাইবা তুমি মইরা 

কি করিতে আইসা ভবে

করছো তুমি কি যে 

ভালো কইরা সেই কথা কি 

ভাইবা দেখছো নিজে 

কি করিতে আইসা ভবে

করছো তুমি কি যে 

ভালো কইরা সেই কথা কি 

ভাইবা দেখছো নিজে 

ওরে দিন যদি যায় এমনি চলে 

ভাববে কখন তোমায় নিলে 

দিন যদি যায় এমনি চলে 

ভাববে কখন তোমায় নিলে 

আজরাইলে ধইরা 

একবারও কি ভাবো রে মন 

যাইবা তুমি মইরা 

একবারও কি ভাবো রে মন 

যাইবা তুমি মইরা 

একবারও কি ভাবো রে মন 

যাইবা তুমি মইরা 

দমের বায়ু জীবন আয়ু

বেশী দিনের নয় 

চাইয়া দেখ দমে দমে 

হইতাছে রে ক্ষয় 

দমের বায়ু জীবন আয়ু

বেশী দিনের নয় 

চাইয়া দেখ দমে দমে 

হইতাছে রে ক্ষয় 

ওরে সোহেল শাহ কয় দিন কানা

হইয়া তুমি আর থাইকো না 

সোহেল শাহ কয় দিন কানা

হইয়া তুমি আর থাইকো না 

রঙের মহল কইরা 

একবারও কি ভাবো রে মন 

যাইবা তুমি মইরা 

একবারও কি ভাবো রে মন 

যাইবা তুমি মইরা 

একবারও কি ভাবো রে মন 

যাইবা তুমি মইরা 

আইছো ভবে দিন গুনে 

যাইবা কখন কে জানে

আইছো ভবে দিন গুনে 

যাইবা কখন কে জানে

কোন দশাতে পইরা 

একবারও কি ভাবো রে মন 

যাইবা তুমি মইরা 

একবারও কি ভাবো রে মন 

যাইবা তুমি মইরা 

একবারও কি ভাবো রে মন 

যাইবা তুমি মইরা।। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *