Nari(নারী) Bangla Lyrics By Gogon Sakib
Nari(নারী) Bangla Lyrics By Gogon Sakib
Song : Nari
Vocal : Gogon Sakib
Lyrics : Gogon Sakib And Riaz
Tune : Riaz
Label : Samsul Official
Nari Bangla Lyrics
এক সাথে তো থাকা কঠিন নয়
বারে বারে তবুও কেন এমন হয়
এক সাথে তো থাকা কঠিন নয়
বারে বারে তবুও কেন এমন হয়
তোমার দেওয়া সব কথাগুলো
আসলে সবই রূপকথা ছিলো।
যুগ যুগ ধরে কত মানুষ
এক সাথে থাকে
কখনও কি তাদের মনের,
বাঁধন ভেঙেছে
তোমার মতো নারী যাদের বন্ধু হবে,
তাদের স্বপ্ন দেখার আগেই
ভেঙ্গেইতো যাবে।
যুগ যুগ ধরে কত মানুষ
এক সাথে থাকে
কখনও কি তাদের মনের,
বাঁধন ভেঙেছে
তোমার মতো নারী যাদের বন্ধু হবে,
তাদের স্বপ্ন দেখার আগেই
ভেঙ্গেইতো যাবে।
ওল্ড স্টাইলেই আমার সরল মন
ভাবিনি করবে এমন আচরণ
ওল্ড স্টাইলেই আমার সরল মন
ভাবিনি করবে এমন আচরণ
তোমার সাথে স্টেটাস মেলে না
দেখালে তুমি কালের বিবর্তন
যতটুকু আমি কষ্ট পেয়েছি
তার চেয়ে বেশি অবাক বনেছি
যুগ যুগ ধরে কত মানুষ
এক সাথে থাকে
কখনও কি তাদের মনের,
বাঁধন ভেঙেছে
তোমার মতো নারী যাদের বন্ধু হবে,
তাদের স্বপ্ন দেখার আগেই
ভেঙ্গেইতো যাবে।
যুগ যুগ ধরে কত মানুষ
এক সাথে থাকে
কখনও কি তাদের মনের,
বাঁধন ভেঙেছে
তোমার মতো নারী যাদের বন্ধু হবে,
তাদের স্বপ্ন দেখার আগেই
ভেঙ্গেইতো যাবে।
Nari Bangla Lyrics
Ek sathe to thaka kothin noy
Bare bare tobu keno emon hoy
Tomar deoya sob kotha gulo
Asole sobi rup kotha chilo
Jug jug dhore koto manus
Eksathe thake
Kokhono ki tader moner
Badhon vengece,
Tomar moto nari jader bondhu hobe
Tader sopno dekhar agei
Vengei to jabe