Nari Emon O Ace (নারী এমন ও আছে) Bangla Lyrics By Gamcha Palash.

 

Nari Emon O Ace (নারী এমন ও আছে) Bangla Lyrics By Gamcha Palash. 

Song : Nari Emon O Ace

Singer : Gamcha Palash 

Lyrics & Tune : Delowar Shawnawaz 

Music : AH Turjo 

Label : Sunday Music Station 

Nari Emon O Ace Bangla Lyrics 

নারী এমন ও আছে রে 

নারী এমন ও আছে 

নারী এমন ও আছে রে 

নারী এমন ও আছে

বেশি আদর করলে 

দেখবা মাথায় ঊঠে নাচে

 বেশি আদর করলে 

দেখবা মাথায় ঊঠে নাচে

স্টার জলসা জি সিরিজে 

তাদের মাথা খাইছে 

নারী এমন ও আছে রে 

নারী এমন ও আছে 

বেশি আদর করলে 

দেখবা মাথায় ঊঠে নাচে

 বেশি আদর করলে 

দেখবা মাথায় ঊঠে নাচে

সহায় সম্বল ধন সম্পত্তি 

হইলো রে ভাই কাল 

সার্থে কুমির আনে নারী 

কাইটা প্রেমের খাল

 সহায় সম্বল ধন সম্পত্তি 

হইলো রে ভাই কাল 

সার্থে কুমির আনে নারী 

কাইটা প্রেমের খাল

ভালোবাসার দশা বেহাল 

ভালোবাসার দশা বেহাল 

দেখি ঘরে বাইরে 

নারী এমন ও আছে রে 

নারী এমন ও আছে

বেশি আদর করলে 

দেখবা মাথায় ঊঠে নাচে

 বেশি আদর করলে 

দেখবা মাথায় ঊঠে নাচে

রঙিন শাড়ি বাড়ি গাড়ি

পাইয়া সোনা গয়না 

পরকীয়ায় ব্যস্ত রাখ

দেখি পাড়ার ময়না 

রঙিন শাড়ি বাড়ি গাড়ি

পাইয়া সোনা গয়না 

পরকীয়ায় ব্যস্ত রাখ

দেখি পাড়ার ময়না 

সার্থেরই আঘাতে নিজের 

সার্থেরই আঘাতে নিজের 

বুকের সন্তান মারে 

নারী এমন ও আছে রে 

নারী এমন ও আছে

বেশি আদর করলে 

দেখবা মাথায় ঊঠে নাচে

 বেশি আদর করলে 

দেখবা মাথায় ঊঠে নাচে

রুপের বরাই করে নারী 

পরে সর্ট স্কার্ট 

পর্দা ছাড়া ঘুরে বেড়ায়

দেখায় সে স্মার্ট

রুপের বরাই করে নারী 

পরে সর্ট স্কার্ট 

পর্দা ছাড়া ঘুরে বেড়ায়

দেখায় সে স্মার্ট

পাপের বোঝা লইয়া মাথায় 

পাপের বোঝা লইয়া মাথায় 

দেয় ধোকা জামাইরে 

নারী এমন ও আছে রে 

নারী এমন ও আছে

বেশি আদর করলে 

দেখবা মাথায় ঊঠে নাচে

 বেশি আদর করলে 

দেখবা মাথায় ঊঠে নাচে।।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *