Nei Tumi (নেই তুমি) Bangla Lyrics By Shamiul Shezan.
Nei Tumi (নেই তুমি) Bangla Lyrics By Shamiul Shezan.
Song : Nei Tumi
Vocal, Tune And Composition : Shamiul Shezan
Lyrics : Shamiul Shezan
Release Date : 19th February 2023
Nei Tumi Lyrics In Bengali
চেনা শহরে চেনা তুমি আজ অচেনা
চেনা পথে আজ দাড়িয়ে তোমায় ছাড়া,
কথা দিয়েছিলে থাকবে পাশে চিরকাল
তবে কেন প্রয়োজন শেষে তুমি অচেনা।
শুন্যতা নিয়ে কেটেছে দিন
আজও ভুলতে পারিনি সেদিন,
তোমাকে ছাড়া পুরোটা অর্থহীন
আমার জীবন। ..
যখনি বৃষ্টি নামে রাতে
একা ভিজে ভাবতে থাকি তাকে,
ভুলে থাকতে পারছিনা তাকে
আজ এখনো। ..
আজও মিসে আছো প্রতি নিঃশ্বাসে
নিঃসঙ্গতাই আমার মাঝে,
শুধু রেখে গেছো চির নিরবতা
এ এক তরফা ভালবাসার মাঝে। ..
শেষ বিকেলে দাঁড়িয়ে
গোধূলির আলোতে তোমায় খুঁজি,
সব আজও বিঁধে আছে
ঘুনে ধরা খামে।
একা বদলেছ পুরোটাই
নেই কিছুই আগের মত তোমার,
ছিলনা কখনোই সবই তোমার ছলনা।
ঘুম ভাঙ্গা সকালে একা দাঁড়িয়ে
আজও মনে পড়ে চলে যাওয়ার
স্মৃতি তোমার, আবার ..
আমি নিরবে দাড়িয়ে ঝুম বৃষ্টিতে
ঘিরে রেখেছ কি মায়ার জালে,
তুমি আমায়। ..
শুন্যতা নিয়ে কেটেছে দিন
আজও ভুলতে পারিনি সেদিন,
তোমাকে ছাড়া পুরোটা অর্থহীন
আমার জীবন। ..
যখনি বৃষ্টি নামে রাতে
একা ভিজে ভাবতে থাকি তাকে,
ভুলে থাকতে পারছিনা তাকে
আজ এখনো। ..
আজও মিসে আছো প্রতি নিঃশ্বাসে
নিঃসঙ্গতাই আমার মাঝে,
শুধু রেখে গেছো চির নিরবতা
এ এক তরফা ভালবাসার মাঝে। ..