Neshar Nouka 8 ( নেশার নৌকা ৮) Bangla Lyrics By Gogon Sakib.

Neshar Nouka 8 ( নেশার নৌকা ৮) Bangla Lyrics By Gogon Sakib. 

Song : Neshar Nouka 8 

Vocal : Gogon Sakib

Lyrics : Gogon Sakib & K Nayem

Music : Jami Ul Hasan

Label : Samsul Official

 

Neshar Nouka 8 Bangla Lyrics 

নেশা আমায় ছদ্দবেশে

ডাকছে ইশারায়

সে নাকি আজ খুব যতনে

ভোলাবে তোমায়

তোমার নেশায় মাতাল আমি

কেমনে কাটাই ঘোর

প্রেম খেলা খেলিয়া আমি

হইছি নেশাখোর

ওরে কষ্টের বুকে নেশার নৌকা

আসর জমাইছি

নিকোটিনরে বন্ধু কইরা

জলসা বসাইছি 

ওরে কষ্টের বুকে নেশার নৌকা

আসর জমাইছি

নিকোটিনরে বন্ধু কইরা

জলসা বাসাইছি

আমি নিকোটিনরে বন্ধু কইরা

জলসা বাসাইছি

হইছি আমি নষ্ট ছেলে

তোমার করণে

হায়রে রোজই নেশার আসর

তোমার স্মরণে

সব নেশারা হার মানে আজ

তোমার নেশাকে

তোমায় ছাড়া নেশায় আমায়

পারে হাসাতে

ওরে কষ্টের বুকে নেশার নৌকা

আসর জমাইছি

নিকোটিনরে বন্ধু কইরা

জলসা বাসাইছি 

ওরে কষ্টের বুকে নেশার নৌকা

আসর জমাইছি

নিকোটিনরে বন্ধু কইরা

জলসা বাসাইছি

নিকোটিনরে বন্ধু কইরা

জলসা বাসাইছি

আমি নিকোটিনরে বন্ধু কইরা

জলসা বাসাইছি।।

Neshar Nouka 8 Bangla Lyrics 

Nesa amar chaddobese

Dakche isaray

Se naki aj khub jotone

Bholabe tomay

Tomar nesay matal ami

Kamne katai ghor

Prem khela kheliya ami

Hoichi nesakhor

Koster buke neshar nouka

asor jomaichi

Nikotinre bandhu koira

Jolsa bosaichi.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *