New Sad Bangla Kobita Cintito Mon
New Sad Bangla Kobita Cintito Mon
চিন্তিত মন বাংলা কবিতা
চিন্তিত মন হৃদয়ে কষ্ট বিষণ,
একা থাকা যে কি কঠিন।
অশান্ত প্রাণ ধরেছে মরারো ভাণ,
জীবনো মানে না তার রুটিন।
বিষন্ন আবেগো বহু অতৃপ্ততা,
ঘিরে রেখেছে কুয়াশা।
স্নিগ্ধ সুষমায় ছুটে চলা মেঘে,
তাকিয়ে দেখি সবধোঁয়াশা।
মায়াজালের ফাঁকে কৌশলে কে ডাকে!
তুমি কোন প্রজাতির পাখি?
ভিতরে নিবিড় নজর রেখে দেখি,
বাহিরে ভীতুময় দু- আঁখি।
অবহেলিত পঞ্চচূড়ায় তুমি চিন্তামগ্ন
হেলায় হারাচ্ছ সময় বসে।
দুয়ারে বসিয়া ভাবনার সামুদ্রিক মাছ
ভাজি করিয়া খাও কিসে!