Nibiro Ghono Adhare ( নিবিড় ঘন আঁধারে) Bangla Song Lyrics By Raghab Chatterje.

Nibiro Ghono Adhare ( নিবিড় ঘন আঁধারে) Bangla Song Lyrics By Raghab Chatterje.

Song : Nibiro Ghono Adhare

Lyrics : Rabindranath Tagore

Singer : Raghab Chatterje

Parjaay : Puja-176

Upa-parjaay : Saadhana O Sankalpa

Anga : Dhrupad

Taal : Nabataal

Nibiro Ghono Adhare Song Lyrics 

নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা

মন রে মোর পাথারে হোস নে দিশেহারা,

নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা

মন রে মোর পাথারে হোস নে দিশেহারা,

নিবিড় ঘন আঁধারে।। 

বিষাদে হয়ে ম্রিয়মাণ, বন্ধ না করিয়ো গান

বিষাদে হয়ে ম্রিয়মাণ, বন্ধ না করিয়ো গান,

সফল করি তোলো প্রাণ, টুটিয়া মোহকারা

মন রে মোর পাথারে হোস নে দিশেহারা,

নিবিড় ঘন আঁধারে।। 

রাখিয়ো বল জীবনে, রাখিয়ো চির-আশা

শোভন এই ভুবনে রাখিয়ো ভালোবাসা,

রাখিয়ো বল জীবনে, রাখিয়ো চির-আশা

শোভন এই ভুবনে রাখিয়ো ভালোবাসা। 

সংসারের সুখে দুখে, চলিয়া যেয়ো হাসিমুখে

সংসারের সুখে দুখে, চলিয়া যেয়ো হাসিমুখে

ভরিয়া সদা রেখো বুকে, তাঁহারি সুধাধারা,

মন রে মোর পাথারে হোস নে দিশেহারা,

নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা

মনরে মোর পাথারে হোস নে দিশেহারা

নিবিড় ঘন আঁধারে।। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *