Nibo Na Khobor (নিবো না খবর) Bangla Lyrics By Chisty Baul
Song : Nibo Na Khobor
Vocal : Chishty Baul
Lyrics : Jashim Uddin Akash
Music : Ah Turjo
Tune : SK Sanu
Label : BD29 Multimedia
Nibo Na Khobor Bangla Lyrics
যারে তুমি আপন করবা
সাজাও তুমি ঘর
সেই মানুষী পর হইবো
নিবো না খবর
যারে তুমি আপন করবা
সাজাও তুমি ঘর
সেই মানুষী পর হইবো
নিবো না খবর
সুখের সময় সবাই আপন
দুংখের সময় পর
অবশেষে কানবে রে মন
হইবো যে পাথর
নিজের আপন নিজেই হইবা
মানতে কষ্ট হয়
এক দিন আগে এক দিন পরে
আসিবে সময়
নিজের আপন নিজেই হইবা
মানতে কষ্ট হয়
এক দিন আগে এক দিন পরে
আসিবে সময়
কার লাগিয়া করবা রে তুমি
সোনার দেহ ছাই
স্বার্থ পূরণ হইলে রে তার
যাইবো সে কানঁদাই
কার লাগিয়া করবা রে তুমি
সোনার দেহ ছাই
স্বার্থ পূরণ হইলে রে তার
যাইবো সে কানঁদাই
তুমি আপন আপন করো যারে
সে তো আপন নয়
মাটির মানুষের মন লোহার চেয়ে
অনেক শক্ত হয়
নিজের আপন নিজেই হইবা
মানতে কষ্ট হয়
এক দিন আগে এক দিন পরে
আসিবে সময়
নিজের আপন নিজেই হইবা
মানতে কষ্ট হয়
এক দিন আগে এক দিন পরে
আসিবে সময়
কারো কাছে যায় না বলা
অনেক কষ্ট হয়
ক্ষণে ক্ষনে মরণ যেন
আমায় ছুয়ে যায়
কারো কাছে যায় না বলা
অনেক কষ্ট হয়
ক্ষণে ক্ষনে মরণ যেন
আমায় ছুয়ে যায়
তুমি আপন আপন করো যারে
সে তো আপন নয়
মাটির মানুষের মন লোহার চেয়ে
অনেক শক্ত হয়
নিজের আপন নিজেই হইবা
মানতে কষ্ট হয়
এক দিন আগে এক দিন পরে
আসিবে সময়
নিজের আপন নিজেই হইবা
মানতে কষ্ট হয়
এক দিন আগে এক দিন পরে
আসিবে সময়।।
Nibo Na Khobor Bangla Lyrics
Jare tumi apon korba
Sajao tumi ghor
Sei manusi por hoibo
Nibo na khobor
Sukher somoy sobai apon
Dukher somoy por
Obosese kanbe re mon
Hoibo re pathor