Nicotine (নিকোটিন) Bangla Lyrics By Samz Vai
Nicotine (নিকোটিন) Bangla Lyrics By Samz Vai
Song : Nicotine
Singer : Samz Vai
Lyrics : Salauddin Shagor
Tune : Polok Hasan Sumon
Music : Shamim Ashiq
Label : Dream Touch Media
Nicotine Bangla Lyrics
আমার মনের বিশ্ব জুড়ে
নিঃশো প্রেমের লাশ
হাওয়ার সাথে যায় মিশে
আমার দীর্ঘশাস
আমার মনের বিশ্ব জুড়ে
নিঃশো প্রেমের লাশ
হাওয়ার সাথে যায় মিশে
আমার দীর্ঘশাস
এখন আমি নিকোটিনের
গন্ধ শুকি নাকে
ভালো থাকিস প্রিয়া আমার
থাকিস অনেক সুখে
আগুন জলুক চিতায় আমার
আগুন জলুক বুকে
আগুন জলুক চিতায় আমার
আগুন জলুক বুকে
তোর মুখের সুখের হাসি
আমার মুখটা কালো
পাগলটারে করলি পাগল
বলনা কি ভুল ছিলো
তোর মুখের সুখের হাসি
আমার মুখটা কালো
পাগলটারে করলি পাগল
বলনা কি ভুল ছিলো
এখন আমি নিকোটিনের
গন্ধ শুকি নাকে
ভালো থাকিস প্রিয়া আমার
থাকিস অনেক সুখে
আগুন জলুক চিতায় আমার
আগুন জলুক বুকে
আগুন জলুক চিতায় আমার
আগুন জলুক বুকে
আশার প্রদীপ নিভে গেল
তোর শিকারী প্রেমে
আজও আমি রাতের তারা
গুনি তোরই নামে
আশার প্রদীপ নিভে গেল
তোর শিকারী প্রেমে
আজও আমি রাতের তারা
গুনি তোরই নামে
এখন আমি নিকোটিনের
গন্ধ শুকি নাকে
ভালো থাকিস প্রিয়া আমার
থাকিস অনেক সুখে
আগুন জলুক চিতায় আমার
আগুন জলুক বুকে
আগুন জলুক চিতায় আমার
আগুন জলুক বুকে
আমার মনের বিশ্ব জুড়ে
নিঃশো প্রেমের লাশ
হাওয়ার সাথে যায় মিশে
আমার দীর্ঘশাস
আমার মনের বিশ্ব জুড়ে
নিঃশো প্রেমের লাশ
হাওয়ার সাথে যায় মিশে
আমার দীর্ঘশাস
এখন আমি নিকোটিনের
গন্ধ শুকি নাকে
ভালো থাকিস প্রিয়া আমার
থাকিস অনেক সুখে
আগুন জলুক চিতায় আমার
আগুন জলুক বুকে
আগুন জলুক চিতায় আমার
আগুন জলুক বুকে।।