Nijer Manush (নিজের মানুষ) Bangla Lyrics By Akash Mahmud.
Song : Nijer Manush
Vocal : Akash Mahmud
Lyrics : Ashique Mahmud
Label : Akash Dream Music
Nijer Manush Bangla Lyrics
নিজের মানুষ নিজের রইলো না রে
আপন মানুষ আপন হইলো নারে ।
আমার মন চায় চায় যে তোরে
ফিরে আয় আয় পোড়া অন্তরে ।
আমার মন চায় চায় যে তোরে
ফিরে আয় আয় পোড়া অন্তরে ।
নিজের মানুষ আপন মানুষ রে….
আমি একলা কেমন থাকি
তোরই চিঠি পুইষা রাখি
ছটপটাই রে পাখি ।
কত কথা কইতে বাকি….
কেমন কইরা চইলা গেলি
করলি রে চালাকি ।
আমার মনের কথা আর কব কারে
আর একটা নজর দেখবো কি তারে ।
তোমার মন চায় চায় যে তোরে
ফিরে আয় আয় পোড়া অন্তরে ।
তৌমার মন চায় চায় যে তোরে
ফিরে আয় আয় পোড়া অন্তরে ।
তুই ভাঙ্গলি সকল আশা
বুঝতাম না রে প্রেম পিরিতি
কি বা ভালোবাসা ।
আমি দোষ দেব আর কারে….
পোড়া কপাল কাইড়া নিলো মনের মানুষটারে
ঘুম ধরে না রে তোরে মনে পড়ে
অসহায় করে গেলি আমারে ।
আমার মন চায় চায় যে তোরে
ফিরে আয় আয় পোড়া অন্তরে ।
আমার মন চায় চায় যে তোরে
ফিরে আয় আয় পোড়া অন্তরে ।
নিজের মানুষ নিজের রইলো না রে
আপন মানুষ আপন হইলো নারে ।
আমার মন চায় চায় যে তোরে
ফিরে আয় আয় পোড়া অন্তরে ।
আমার মন চায় চায় যে তোরে
ফিরে আয় আয় পোড়া অন্তরে ।
Nijer Manush Bangla Lyrics
Nijer manush nijer hoilo na re
Apon manush apon hoilo na re.
Amar mon chay ahay je tore
Fire ay ay pora ontore.
Amar mon chay ahay je tore
Fire ay ay pora ontore.
Nijer manush apon manush re…
Ami ekla kemon thaki
Tori chithi puisha rakhi
Chotpotai re pakhi.