Nirakar Rong ( নিরাকার রঙ) Bangla Lyrics By Joy.

 Nirakar Rong ( নিরাকার রঙ) Bangla Lyrics By Joy.

Nirakar Rong ( নিরাকার রঙ) Bangla Lyrics By Joy.

Song : Nirakar Rong

Composition : M-Switch 

Vocals & Keys : Joy

Lyrics and Tune : SM Jubaer 

Nirakar Rong Song Lyrics In Bengali 

নিরব কোনো অনুভুতিতে

কল্পনায় গা ভাসিয়ে,

স্বর্গের রঙে মিলিয়ে

রাঙাতে পারো তুমি তোমার রঙ। 

অচেতনে চেনা মগ্নতায়

জাগাবে বলো কে আমায়?

মিশে যাবো আমি সে মায়ায়

রাঙিয়ে হারাবো ছায়ার রঙে। 

আমি নিঃশব্দ সে নিরব শব্দে, 

তবু সেই সুর, যা ছিলো আমার ছন্দে

হারানো আকাশ। 

আঁধার মিলিয়ে যাবে রোদের তরে,

জোৎস্না ভাসবে আজ, 

আলোর সুরে মেলানো আভাস। 

নিভিয়ে সে মুগ্ধতার আবেশ

নিরাকার তরে সুর মেলাবো,

হারাবো আমি সে আঁধারে 

আকড়ে নিরব অনুভূতি। 

স্পর্শের ছোঁয়া মিশিয়ে

নিজেকে সে রঙে মেশাবো,

অভিসারী হয়ে আপন মনে

চাইবোনা কোনো অনুমতি।

আমি নিঃশব্দ সে নিরব শব্দে, 

তবু সেই সুর, যা ছিলো আমার ছন্দে

হারানো আকাশ। 

আঁধার মিলিয়ে যাবে রোদের তরে,

জোৎস্না ভাসবে আজ, 

আলোর সুরে মেলানো আভাস। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *