Nishi Raite Basher Bashi Bangla Lyrics Tiktok Viral Song..
Nishi Raite Basher Bashi Bangla Lyrics Tiktok Viral Song.
Song : Nishi Raite Basher Bashi
Singer : Collected
Lyrics & Tune : Collected
Edit & Color : Al Amin Khan
Music : Collected
Nishi Raite Basher Bashi Song Lyrics
নিশি রাইতে বাশের বাশি বাজাইয়ো না বন্ধুরে
ছটফটাইয়া মরিগো আমি তোমার বাশির সুরে বন্ধুরে
নিশি রাইতে বাশের বাশি বাজাইয়ো না বন্ধুরে
ছটফটাইয়া মরিগো আমি তোমার বাশির সুরে বন্ধুরে
তোমার বাশির সুরে বন্ধুরে
ইচ্ছা করে যাই ছুটিয়া বন্ধুয়া তোমার কাছে
কেমন কইরা যাইরে বন্ধু বাবায় বাড়ি আছে বন্ধুরে
ইচ্ছা করে যাই ছুটিয়া বন্ধুয়া তোমার কাছে
কেমন কইরা যাইরে বন্ধু বাবায় বাড়ি আছে বন্ধুরে
নিশি রাইতে বাশের বাশি বাজাইয়ো না বন্ধুরে
ছটফটাইয়া মরিগো আমি তোমার বাশির সুরে বন্ধুরে
তোমার বাশির সুরে বন্ধুরে
নারী জানে নারী বেদন, অন্যে কি আর জানবে
নদী জানে গাঙ্গের কষ্ট লাইলী জানে মজনুর কষ্টরে
নারী জানে নারী বেদন, অন্যে কি আর জানবে
নদী জানে গাঙ্গের কষ্ট লাইলী জানে মজনুর কষ্টরে
নিশি রাইতে বাশের বাশি বাজাইয়ো না বন্ধুরে
ছটফটাইয়া মরিগো আমি তোমার বাশির সুরে বন্ধুরে
তোমার বাশির সুরে বন্ধুর
আমায় যদি ভালোবাসো, আইসো মনের বাগানে
পুকুর ঘাটে আইসো বন্ধু, মনের কথা কইবো দুজনে
আমায় যদি ভালোবাসো, আইসো মনের বাগানে
পুকুর ঘাটে আইসো বন্ধু, মনের কথা কইবো দুজনে
নিশি রাইতে বাশের বাশি বাজাইয়ো না বন্ধুরে
ছটফটাইয়া মরিগো আমি তোমার বাশির সুরে বন্ধুরে
তোমার বাশির সুরে বন্ধুরে