Niyoti(নিয়তি) Bangla Lyrics By Samz Vai
নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েব সাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com
Song : Niyoti
Vocal : Samz Vai
Lyric : Romjan Ali Mithu
Tune : Nirmal Dash
Music : Rezwan Sheikh
Label : Aariz Music
Niyoti Bangla Lyrics
ও বিধি রে ও বিধি রে এই কী নীতি
এই জগতের বুকে
ও বিধি রে ও বিধি রে এই কী নীতি
এই জগতের বুকে
আপন মানুষ হয় না আপন
পরকে লইয়া সারা জীবন
আপন মানুষ হয় না আপন
পরকে লইয়া সারা জীবন
থাকতে হয় রে সুখে।।
ও বিধি রে ও বিধি রে এই কী নীতি
এই জগতের বুকে
ও বিধি রে ও বিধি রে এই কী নীতি
এই জগতের বুকে
কৈশোর কালে যার ভাবনায়
নিশিদিন সব যেত।
আমায় পাইয়া যেই মানুষটা
আসমান ফিরে পেত।
ও কৈশোর কালে যার ভাবনায়
নিশিদিন সব যেত।
আমায় পাইয়া যেই মানুষটা
আসমান ফিরে পেত।
সেই,আমরা দুজন দুই ভুবনে
আসমানী রঙ লাগাই মনে
আমরা দুজন দুই ভুবনে
আসমানী রঙ লাগাই মনে
থাইকা চরম দুখে।
ও বিধি রে, ও বিধি রে এই কী নীতি
এই জগতের বুকে
ও বিধি রে,ও বিধি রে এই কী নীতি
এই জগতের বুকে
খুব কী ক্ষতি হইত বিধি
তারে যদি দিতে
এক জীবনে রাখতে যদি
আদর ও পিরিতে।।
খুব কী ক্ষতি হইত বিধি
তারে যদি দিতে
এক জীবনে রাখতে যদি
আদর ও পিরিতে।।
নেই, কারো মনে কোনো হাসি
গলায় আটকা মরণ ফাঁসি
কারো মনে কোনো হাসি
গলায় আটকা মরণ ফাঁসি
মরি ধুঁকে ধুঁকে।
ও বিধি রে, ও বিধি রে এই কী নীতি
এই জগতের বুকে
ও বিধি রে,ও বিধি রে এই কী নীতি
এই জগতের বুকে।।
Niyoti Bangla Lyrics
O bidhi re O bidhi re
Ei ki niti ei jogoter buke
O bidhi re O bidhi re
Ei ki niti ei jogoter buke
Apon Manush hoy na apon
Porke loiya sara jibon
Apon Manush hoy na apon
Porke loiya sara jibon
Thakte hoy re sukhe
Koisor kale jar vabonay
Nishi din sob jeto
Amay paiya jei manusta
Asman fire peto