Nodi (নদী) Bangla Lyrics By Habib Wahid.
Song : Nodi
Vocal : Habib Wahid
Lyrics : Lutfor Hasan
Music : Habib Wahid
Label : Habib Wahid
Nodi Bangla Lyrics
তোমার কথায়, তোমার পথে
দাঁড়িয়ে থাকি যদি
পথটা আমার পথ থাকে না
পথ হয়ে যায় নদী
তোমায় দেখার আশায় থাকি
সেই নদীটার কূলে
আমায় তুমি সে পথ থেকে
নাওনা তবে তুলে
তোমার কথায়, তোমার পথে
দাঁড়িয়ে থাকি যদি
পথটা আমার পথ থাকে না
পথ হয়ে যায় নদী
তোমায় দেখার আশায় থাকি
সেই নদীটার কূলে
আমায় তুমি সে পথ থেকে
নাওনা তবে তুলে
একটা পলক দেখার তাড়ায়
একটা দিন আর রাতে
আমার সকাল থমকে থাকে
কাজ থাকে না হাতে
আর কিছু না, দেখবো তোমায়
এইটুকুই তো দাবি
তুমি আমার বন্ধ সময়
খুলে দেবার চাবি
তোমার কথায়, তোমার পথে
দাঁড়িয়ে থাকি যদি
পথটা আমার পথ থাকে না
পথ হয়ে যায় নদী
তোমায় দেখার আশায় থাকি
সেই নদীটার কূলে
আমায় তুমি সে পথ থেকে
নাওনা তবে তুলে
Nodi Bangla Lyrics
Tomar kothay tomar pothe
Dariye thaki jodi
Pothta amar poth thake na
Hoye jay nodi
Tomay dekhar ashay thaki
Sei noditir kule
Amay tumi se poth theke
Naona tumi tule