Nona Jol ( নোনা জল) Bangla Lyrics By Nazmun Munira Nancy.
Song : Nona Jol
Lyrics : Isteaque Ahmed
Tune & Composition : Jahid Nirob
Singer : Nazmun Munira Nancy
Mix & Master : Sumon Parvez
Flute : Shohag Ahmed
Music Assistant : Shanto
Studio : Butter Communication
Label : Chorki
Nona Jol Bangla Lyrics
নোনা জলে ভাসি আমি
নেই কোনো তীর
তুই ছাড়া কিছু নেই এই পৃথিবীর
তোকে ছুতে পাড়ি নাতো
চোখে রাখা দ্বায়
কেন এই বেচে থাকা,
কোন ভরসায়।
কোন অজুহাতে তোকে রাখা যায়, ধরে
আমার ভেতরে পাজরে পাজরে (২ বার)
এই যে মানুষ তার কত না খেয়াল
সমাজের নামে চলে হাজারো দেওয়াল
এই যে মানুষ তার কত না খেয়াল
সমাজের নামে তোলে হাজারো দেওয়াল।
সে দেয়ালে কত প্রাণ,
মাথা ঠুকে মরে
কেউ পরাজিত হয়,
নিয়তির ঝরে।
কোন অজুহাতে তোকে রাখা যায়, ধরে
আমার ভেতরে পাজরে পাজরে।। (২ বার)