Nosto Chele(নষ্ট ছেলে) Bangla Lyrics By Gogon Sakib.

Nosto Chele(নষ্ট ছেলে) Bangla Lyrics By Gogon Sakib.

Song : Nosto Chele

Vocal : Gogon Sakib 

Lyrics : Ronok Ekram

Tune : Ar Rabby

Music : Mmp Rony

Label : Antor Multimedia 

 

Nosto Chele Bangla Lyrics 

ইচ্ছে করে দিচ্ছো ফাকি

দারুণ হেসে খেলে

আধার আমায় নিচ্ছে ডেকে

আমি নষ্ট ছেলে 

ইচ্ছে করে দিচ্ছো ফাকি

দারুণ হেসে খেলে

আধার আমায় নিচ্ছে ডেকে

আমি নষ্ট ছেলে 

নষ্ট বলে কষ্ট পেতে 

তোমার কাছে আসিনা

বুকটা খা খা শূন্য মরু

তোমায় ভালোবাসিনা

নষ্ট বলে কষ্ট পেতে 

তোমার কাছে আসিনা

বুকটা থাকা শূন্য মরু

তোমায় ভালোবাসিনা

নিভে আসা এখন আমি 

দিনতো আর গুনিনা

তোমায় ঘিরে প্রেমের নতুন 

জাল তো আর বুনিনা

সপ্নরা সব উড়ে গেছে

দূর আকাশের নীলে

জানবেনা কেউ এই বুকেতে

তুমি কি যে ছিলে

নষ্ট বলে কষ্ট পেতে 

তোমার কাছে আসিনা

বুকটা খা খা শূন্য মরু

তোমায় ভালোবাসিনা

নষ্ট বলে কষ্ট পেতে 

তোমার কাছে আসিনা

বুকটা থাকা শূন্য মরু

তোমায় ভালোবাসিনা।।

Nosto Chele Bangla Lyrics

Icche kore diccho faki

Darun hese khele

Adhar amay nicche deke

Ami nosto chele

Nosto bole kosto pete

Tomar kache asina

Bukta  kha kha shunno moru

Tomay valobasi na

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *