Noya Bari(নয়া বাড়ি) Bangla Lyrics By Laila

Noya Bari(নয়া বাড়ি) Bangla Lyrics By Laila 

Song : Noya Bari

Vocal : Laila 

Lyrics : Mymensingh Geetika

Label : RTV Music 

Noya Bari Bangla Lyrics 

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা, লাগাইল বাইঙ্গন

সেই বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িল কান্দন গো,

জুড়িল কান্দন।

কাইন্দ না কাইন্দ না কন্যা..

কাইন্দ না কাইন্দ না কন্যা না কান্দিও আর,

সেই বাইঙ্গন বেচ্যা দিয়াম তোমার গলার হার গো,

তোমার গলার হার।

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা, লাগাইল বাইঙ্গন

সেই বাইঙ্গন তুলতে কন্যা জুড়িল কান্দন গো,

জুড়িল কান্দন।

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা লাগাইল কচু

তুমি কইন্যা না থাকলে আবার গলায় ছুড়ি

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা লাগাইলো কচু

সেই কচু বেইচ্যা দিয়াম তোমার হাতের বাজু গো,

তোমার হাতের বাজু।

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা..

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা লাগাইলো কলা

সেই কলা বেইচ্যা দিয়াম তোমার গলার মালা গো,

তোমার গলার মালা।

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা, লাগাইলো বাইঙ্গন

সেই বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িল কান্দন গো,

জুড়িল কান্দন।

আর, নয়া বাড়ী লইয়া সে বাইদ্যা বানালো চৌকারী

চৌদিগে মালঞ্চের বেড়া আয় না সারি সারি গো,

আয় না সারি সারি।

হাস মারিলাম কইতর মারলাম..

হাস মারিলাম কইতর মারলাম বাইচ্যা মারলাম টিয়া

ভালো কইরা রাইন্দো বাইঙ্গন কালা জিরা দিয়া গো,

কালা জিরা দিয়া।

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা, লাগাইল বাইঙ্গন

সেই বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িল কান্দন গো,

জুড়িল কান্দন।

কাইন্দ না কাইন্দ না কন্যা..

কাইন্দ না কাইন্দ না কন্যা না কান্দিও আর,

সেই বাইঙ্গন বেচ্যা দিয়াম তোমার গলার হার গো,

তোমার গলার হার।

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা, লাগাইল বাইঙ্গন

সেই বাইঙ্গন তুলতে কন্যা জুড়িল কান্দন গো,

জুড়িল কান্দন..

Noya Bari Bangla Lyrics

Noya bari loiya re boidya

lagailo baingon

Sei baingon tulte konna

jurilo kandon

Kaindo na kaindona konna

na kandio aar

Sei baingon beichcha diyan

tomar golar haar

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *