O Kolizar Pakhi (ও কলিজার পাখি) Bangla Lyrics By Samz Vai

O Kolizar Pakhi (ও কলিজার পাখি) Bangla Lyrics By Samz Vai

Song : O Kolizar Pakhi

Vocal : Samz Vai And Shilpi Biswas

Lyrics : Salauddin Shagor

Tune : Polok Hasan Sumon

Music : Ahmed Sajjeb

Label : Dream Touch Media


O Kolizar Pakhi Bangla Lyrics 

রোজ কাদিস রে তুই জানি

চোখে ভাসে তোর মুখ খানি

তোরে ছাইড়া দূর প্রবাসে 

ঝড়াই চোখের পানি

রোজ কাদিস রে তুই জানি

চোখে ভাসে তোর মুখ খানি

তোরে ছাইড়া দূর প্রবাসে 

ঝড়াই চোখের পানি

পরলে মনে তোরই কথা

ছটপট করে হিয়া,

পরলে মনে তোরই কথা

ছটপট করে হিয়া।

ও কলিজার পাখি

বেচে আছি না মরিয়া

এই প্রবাসীর মনের ব্যাথা

বুঝেনা দুনিয়া 

ও কলিজার পাখি

বেচে আছি না মরিয়া

এই প্রবাসীর মনের ব্যাথা

বুঝেনা দুনিয়া। 

দূর প্রবাসে সজন ছাড়া 

একদিন একদিন লাগে

কেউ দেখেনা বুকের কস্ট

টাকাই সবার আগে,

দূর প্রবাসে সজন ছাড়া 

একদিন একদিন লাগে

কেউ দেখেনা বুকের কস্ট

টাকাই সবার আগে।

পরলে মনে তোরই কথা

ছটপট করে হিয়া,

পরলে মনে তোরই কথা

ছটপট করে হিয়া।

ও কলিজার পাখি

বেচে আছি না মরিয়া

এই প্রবাসীর মনের ব্যাথা

বুঝেনা দুনিয়া 

ও কলিজার পাখি

বেচে আছি না মরিয়া

এই প্রবাসীর মনের ব্যাথা

বুঝেনা দুনিয়া। 

সুখি আমি নুন আর ভাতে

বেশি কিছু চাইনা

চইলা আসো দেশে তুমি

পরানে আর সয়না,

সুখি আমি নুন আর ভাতে

বেশি কিছু চাইনা

চইলা আসো দেশে তুমি

পরানে আর সয়না

পরলে মনে তোরই কথা

ছটপট করে হিয়া,

পরলে মনে তোরই কথা

ছটপট করে হিয়া।

ও কলিজার পাখি

বেচে আছি না মরিয়া

এই প্রবাসীর মনের ব্যাথা

বুঝেনা দুনিয়া 

ও কলিজার পাখি

বেচে আছি না মরিয়া

এই প্রবাসীর মনের ব্যাথা

বুঝেনা দুনিয়া। 

রোজ কাদিস রে তুই জানি

চোখে ভাসে তোর মুখ খানি

তোরে ছাইড়া দূর প্রবাসে 

ঝড়াই চোখের পানি

রোজ কাদিস রে তুই জানি

চোখে ভাসে তোর মুখ খানি

তোরে ছাইড়া দূর প্রবাসে 

ঝড়াই চোখের পানি

পরলে মনে তোরই কথা

ছটপট করে হিয়া,

পরলে মনে তোরই কথা

ছটপট করে হিয়া।

ও কলিজার পাখি

বেচে আছি না মরিয়া

এই প্রবাসীর মনের ব্যাথা

বুঝেনা দুনিয়া 

ও কলিজার পাখি

বেচে আছি না মরিয়া

এই প্রবাসীর মনের ব্যাথা

বুঝেনা দুনিয়া। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *