O Mon Bangla Lyrics By Samz Vai
O Mon ( ও মন) Bangla Lyrics By Samz Vai
Song : O Mon
Vocal : Samz Vai
Lyrics : Pratyay Hasan
O Mon Bangla Lyrics
ও মন চলরে চলরে চল
তোর মন যেথায় উরে
ও মন চলরে চলরে চল
তোর সপ্নের প্রহরে
সপ্ন চোখে যুবক চলে
ভালোবাসার কথা বলে
কেউ ঘুরে স্বার্থের পিছে
কেউ মরে কেউ বাঁচে
কার ভালো কে বাসে
পাগলেও মুচকি হাসে
ও মন চলরে চলরে চল
তোর মন যেথায় উরে
ও মন চলরে চলরে চল
তোর সপ্নের প্রহরে
ও মন চলরে চলরে চল
তোর মন যেথায় উরে
নেতার মুখে মিথ্যা আশ্বাস
ভালোবাসাই বাঁচে বিশ্বাস
সারাবেলা হৈচৈ আনন্দের বাতাস
অন্ধ রাতে সরল লোকের হয় সর্বনাশ
কার ভালো কে বাসে
পাগলেও মুচকি হাসে
ও মন চলরে চলরে চল
তোর মন যেথায় উরে
ও মন চলরে চলরে চল
তোর সপ্নের প্রহরে
জীবন এক আজব খেলা
ফুরায় একদিন রঙ্গের মেলা
ভালোবাসাই শেষ কথা এই নগরে
কেউ হারে কেউ জিতে
সাদাকালো মানুষের ভিরে
ও মন চলরে চলরে চল
তোর সপ্নের প্রহরে
ও মন চলরে চলরে চল
তোর মন যেথায় উরে
ও মন চলরে চলরে চল
তোর সপ্নের প্রহরে
জীবন এক আজব খেলা
ফুরায় একদিন রঙ্গের মেলা
ভালোবাসাই শেষ কথা এই নগরে
কেউ হারে কেউ জিতে
সাদাকালো মানুষের ভিরে
ওরে কার ভালো কে বাসে
পাগলেও মুচকি হাসে
ও মন চলরে চলরে চল
তোর মন যেথায় উরে
ও মন চলরে চলরে চল
তোর সপ্নের প্রহরে
সপ্ন চোখে যুবক চলে
ভালোবাসার কথা বলে
কেউ ঘুরে স্বার্থের পিছে
কেউ মরে কেউ বাঁচে
কার ভালো কে বাসে
পাগলেও মুচকি হাসে
ও মন চলরে চলরে চল
তোর মন যেথায় উরে
ও মন চলরে চলরে চল
তোর সপ্নের প্রহরে
ও মন চলরে চলরে চল
তোর মন যেথায় উরে
ও মন চলরে চলরে চল
তোর সপ্নের প্রহরে
ও মন চলরে চলরে চল
তোর মন যেথায় উরে