O Priya Tumi Kothay( ও প্রিয়া তুমি কোথায়) Bangla Lyrics By Asif Akbar

 

O Priya Tumi Kothay( ও প্রিয়া তুমি কোথায়)  Bangla Lyrics By Asif Akbar

Song : O Priya Tumi Kothay 

Vocal : Asif Akbar

Lyrics : Ethun Babu

Movie : O Priya Tumi Kothay

 

O Priya Tumi Kothay Bangla Lyrics 

বুকের জমানো ব্যথা 

কান্নার নোনা জলে

ঢেউ ভাঙে চোখের নদীতে

অন্যের হাত ধরে 

চলে গেছো দূরে

পারিনা তোমায় ভুলে যেতে

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

বুকের জমানো ব্যথা 

কান্নার নোনা জলে

ঢেউ ভাঙে চোখের নদীতে

অন্যের হাত ধরে চলে গেছো দূরে

পারিনা তোমায় ভুলে যেতে

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ভুল না হয় আমার’ই ছিলো বেশি

করোনি ক্ষমা করেছো দোষী

অভিমান লুকিয়ে রাখো যদি

থাকবো সারা জীবন অপরাধী

প্রতিশোধ নেবে নাও

আমি বাধা দেবো না

একবার বলে যাও

কেনো আমার হলে না

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

বুকের জমানো ব্যথা 

কান্নার নোনা জলে

ঢেউ ভাঙে চোখের নদীতে

অন্যের হাত ধরে চলে গেছো দূরে

পারিনা তোমায় ভুলে যেতে

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ভাবিনি কখনো যাবে চলে

আমাকে এভাবে একা ফেলে

স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি

একা কেঁদে কেঁদে ক্লান্ত আমি

প্রতিশোধ নেবে নাও 

আমি বাঁধা দেবো না

একবার বলে যাও 

কেনো আমার হলে না

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

বুকের জমানো ব্যথা 

কান্নার নোনা জলে

ঢেউ ভাঙে চোখের নদীতে

অন্যের হাত ধরে চলে গেছো দূরে

পারিনা তোমায় ভুলে যেতে

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

বুকের জমানো ব্যথা 

কান্নার নোনা জলে

ঢেউ ভাঙে চোখের নদীতে

অন্যের হাত ধরে চলে গেছো দূরে

পারিনা তোমায় ভুলে যেতে

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

O Priya Tumi Kothay Bangla Lyrics 

Buker jomano betha 
Kannar nona jole
Dhew bhange cokher nodite
Onner hat dhore
 cole geco dure
Parina tomay vule jete
O priya o priya tumi kothay
O Priya o priya tumi kothay

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *