O Priya Tumi Kothay( ও প্রিয়া তুমি কোথায়) Bangla Lyrics By Asif Akbar
O Priya Tumi Kothay( ও প্রিয়া তুমি কোথায়) Bangla Lyrics By Asif Akbar
Song : O Priya Tumi Kothay
Vocal : Asif Akbar
Lyrics : Ethun Babu
Movie : O Priya Tumi Kothay
O Priya Tumi Kothay Bangla Lyrics
বুকের জমানো ব্যথা
কান্নার নোনা জলে
ঢেউ ভাঙে চোখের নদীতে
অন্যের হাত ধরে
চলে গেছো দূরে
পারিনা তোমায় ভুলে যেতে
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়
বুকের জমানো ব্যথা
কান্নার নোনা জলে
ঢেউ ভাঙে চোখের নদীতে
অন্যের হাত ধরে চলে গেছো দূরে
পারিনা তোমায় ভুলে যেতে
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়
ভুল না হয় আমার’ই ছিলো বেশি
করোনি ক্ষমা করেছো দোষী
অভিমান লুকিয়ে রাখো যদি
থাকবো সারা জীবন অপরাধী
প্রতিশোধ নেবে নাও
আমি বাধা দেবো না
একবার বলে যাও
কেনো আমার হলে না
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়
বুকের জমানো ব্যথা
কান্নার নোনা জলে
ঢেউ ভাঙে চোখের নদীতে
অন্যের হাত ধরে চলে গেছো দূরে
পারিনা তোমায় ভুলে যেতে
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়
ভাবিনি কখনো যাবে চলে
আমাকে এভাবে একা ফেলে
স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি
একা কেঁদে কেঁদে ক্লান্ত আমি
প্রতিশোধ নেবে নাও
আমি বাঁধা দেবো না
একবার বলে যাও
কেনো আমার হলে না
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়
বুকের জমানো ব্যথা
কান্নার নোনা জলে
ঢেউ ভাঙে চোখের নদীতে
অন্যের হাত ধরে চলে গেছো দূরে
পারিনা তোমায় ভুলে যেতে
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়
বুকের জমানো ব্যথা
কান্নার নোনা জলে
ঢেউ ভাঙে চোখের নদীতে
অন্যের হাত ধরে চলে গেছো দূরে
পারিনা তোমায় ভুলে যেতে
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়