O Vabi Jan (ও ভাবি জান) Bangla Lyrics By Gamcha Palash & Pushpita Mitra.

 O Vabi Jan (ও ভাবি জান) Bangla Lyrics By Gamcha Palash & Pushpita Mitra. 

Song : O Vabi Jan

Singer : Gamcha Palash & Pushpita Mitra

Lyrics : Rama Charon

Tune : Gamcha Palash 

Label : Gamcha Palash 

O Vabi Jan Bangla Lyrics 

গুনে গুনে গুনবতী

রুপে যেন চান

 গুনে গুনে গুনবতী

রুপে যেন চান

ও ভাবি জান 

তোমার বোইনে হরন করছে

আমার মন ও প্রান 

ও ভাবি জান 

তোমার বোইনে হরন করছে

আমার মন ও প্রান 

গুনে গুনে গুনবান 

দেখতে সোনার চান

গুনে গুনে গুনবান 

দেখতে সোনার চান

ও ভাবি জান 

তোমার বোইনে হরন করছে

আমার মন ও প্রান 

ও বুবু জান 

তোমার দেওরা হরন করছে

আমার অবুঝ প্রান 

ও বুবু জান 

তোমার দেওরা হরন করছে

আমার অবুঝ প্রান

হাসলে যেন সূর্য হাসে 

কাদলে ঝড়ে বৃষ্টি 

নিজের হাতে শিল্পী যেন

করছে তারে সৃষ্টি 

এক পলক না দেখলে তারে 

মনে লাগে ব্যাথা

ভালো লাগে তখন 

যখন বলে এসে কথা 

তখন লাগে আরো ভালো 

যখন করে মান 

ভালোবাসে আমায় সে

পাইযে তার প্রমাণ 

ও ভাবি জান 

তোমার বোইনে হরন করছে

আমার মন ও প্রান 

ও বুবু জান 

তোমার দেওরা হরন করছে

আমার অবুঝ প্রান

আসমান থেকে যেন এক 

তারা খসেছে 

এসে আমায় কালো চোখে 

যাদু করেছে 

 সর্গের ও অপ্সরা এসে 

 মর্তে যেন নামলো 

 আমারে পাগল করিয়া 

 অবশেষে থামলো 

তাহার জন্য যায় যদি যাক

আমার কুলমান 

জীবন মরন চাই যে তারে

করে দাও বিধান 

ও বুবু জান 

তোমার দেওরা হরন করছে

আমার অবুঝ প্রান

ও ভাবি জান 

তোমার বোইনে হরন করছে

আমার মন ও প্রান

গুনে গুনে গুনবান 

দেখতে সোনার চান

গুনে গুনে গুনবান 

দেখতে সোনার চান

গুনে গুনে গুনবতী

রুপে যেন চান

 গুনে গুনে গুনবতী

রুপে যেন চান

ও ভাবি জান 

তোমার বোইনে হরন করছে

আমার মন ও প্রান।।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *