Obak Bhalobasha (অবাক ভালোবাসা) Bangla Lyrics By WarFaze.

  Obak Bhalobasha (অবাক ভালোবাসা) Bangla Lyrics By WarFaze. 

Obak Bhalobasha (অবাক ভালোবাসা) Bangla Lyrics By WarFaze.

Song : Obak Bhalobasha

Singer : WarFaze

Album : Pothchola

Obak Bhalobasha Lyrics in Bengali 

সব আলো নিভে যাক আঁধারে

শুধু জেগে থাক ঐ দূরের তারা রা

সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়

শুধু জেগে থাক এই সাগর আমার পাশে

আহাহা, আহাহা…

আহাহা, আহাহা…

সব বেদনা মুছে যাক স্থিরতায়

হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে

হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে

থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে

আহাহা, আহাহা…

আহাহা, আহাহা…

শুভ্র বালির সৈকতে

এলোমেলো বাতাসে গীটার হাতে

নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে কাঁদি

অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না

সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়

অবাক ভালোবাসায়

অবাক ভালোবাসায়

সব আলো নিভে যাক আঁধারে

শুধু জেগে থাক ঐ দূরের তারা রা

সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়

শুধু জেগে থাক এই সাগর আমার পাশে

আহাহা, আহাহা…

আহাহা, আহাহা…

সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়

হৃদয় ভরে যাক সহজ নীল স্বপনে

হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে

থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে

আহাহা, আহাহা…

আহাহা, আহাহা…

শুভ্র বালির সৈকতে

এলোমেলো বাতাসে গীটার হাতে

নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে কাঁদি

অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না

সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়

অবাক ভালোবাসায়

অবাক ভালোবাসায়

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *