Obichar(অবিচার) Bangla Lyrics By Akash Mahmud
Obichar(অবিচার) Bangla Lyrics By Akash Mahmud
Song : Obichar
Vocal : Akash Mahmud
Lyrics : Ranak Rayhan
Music : HR Liton
Label : Popy Multimedia
Obichar Bangla Lyrics
জীবনে পাবোনা জারে
আসা করলাম তার
জীবনে পাবোনা জারে
আসা করলাম তার
নিজেই তো নিজের প্রতি
করলাম অবিচার,
আমি নিজেই তো নিজের প্রতি
করলাম অবিচার,
জীবনে পাবোনা জারে
আসা করলাম তার
নিজেই তো নিজের প্রতি
করলাম অবিচার,
আমি নিজেই তো নিজের প্রতি
করলাম অবিচার
যার কাছে নাই মানুষ বলে
আমার কোন মূল্য
সারাজীবন ভাবলাম তারে
সর্গ সমতুল্য,
যার কাছে নাই মানুষ বলে
আমার কোন মূল্য
সারাজীবন ভাবলাম তারে
সর্গ সমতুল্য
নিজের ক্ষতি করলাম নিজে
নিজের ক্ষতি করলাম নিজে,
দোষ দিব আর আমি কার
নিজেই তো নিজের প্রতি
করলাম অবিচার,
আমি নিজেই তো নিজের প্রতি
করলাম অবিচার
নিজের ভূলে জীবন আমার
হইলো রে বালুচর
নিজের ভূলে কস্টের পাহাড়
এই বুকেরই ভেতর,
নিজের ভূলে জীবন আমার
হইলো রে বালুচর
নিজের ভূলে কস্টের পাহাড়
এই বুকেরই ভেতর
নিজের পায়ে মারলাম কুড়াল
নিজের পায়ে মারলাম কুড়াল
দোষ দিব আর আমি কার
নিজেই তো নিজের প্রতি
করলাম অবিচার,
আমি নিজেই তো নিজের প্রতি
করলাম অবিচার
জীবনে পাবোনা জারে
আসা করলাম তার
জীবনে পাবোনা জারে
আসা করলাম তার
নিজেই তো নিজের প্রতি
করলাম অবিচার,
আমি নিজেই তো নিজের প্রতি
করলাম অবিচার।।