Obichar(অবিচার) Bangla Lyrics By Akash Mahmud

Obichar(অবিচার) Bangla Lyrics By Akash Mahmud 

Song : Obichar

Vocal : Akash Mahmud 

Lyrics : Ranak Rayhan 

Music : HR Liton

Label : Popy Multimedia 

Obichar Bangla Lyrics 


জীবনে পাবোনা জারে

আসা করলাম তার

জীবনে পাবোনা জারে

আসা করলাম তার

নিজেই তো নিজের প্রতি

করলাম অবিচার, 

আমি নিজেই তো নিজের প্রতি

করলাম অবিচার, 

জীবনে পাবোনা জারে

আসা করলাম তার

নিজেই তো নিজের প্রতি

করলাম অবিচার, 

আমি নিজেই তো নিজের প্রতি

করলাম অবিচার 

যার কাছে নাই মানুষ বলে

আমার কোন মূল্য 

সারাজীবন ভাবলাম তারে

সর্গ সমতুল্য, 

যার কাছে নাই মানুষ বলে

আমার কোন মূল্য 

সারাজীবন ভাবলাম তারে

সর্গ সমতুল্য 

নিজের ক্ষতি করলাম নিজে

নিজের ক্ষতি করলাম নিজে,

দোষ দিব আর আমি কার

নিজেই তো নিজের প্রতি

করলাম অবিচার, 

আমি নিজেই তো নিজের প্রতি

করলাম অবিচার 

নিজের ভূলে জীবন আমার 

হইলো রে বালুচর 

নিজের ভূলে কস্টের পাহাড় 

এই বুকেরই ভেতর,

নিজের ভূলে জীবন আমার 

হইলো রে বালুচর 

নিজের ভূলে কস্টের পাহাড় 

এই বুকেরই ভেতর

নিজের পায়ে মারলাম কুড়াল

নিজের পায়ে মারলাম কুড়াল

দোষ দিব আর আমি কার 

নিজেই তো নিজের প্রতি

করলাম অবিচার, 

আমি নিজেই তো নিজের প্রতি

করলাম অবিচার 

জীবনে পাবোনা জারে

আসা করলাম তার

জীবনে পাবোনা জারে

আসা করলাম তার

নিজেই তো নিজের প্রতি

করলাম অবিচার, 

আমি নিজেই তো নিজের প্রতি

করলাম অবিচার।।

Obichar Bangla Lyrics


Jibone pabona jare
Asa korlam tar
Jibone pabona jare
Asa korlam tar
Nijei to nijer proti
Korlam obichar

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *