Obohela (অবহেলা) Bangla Lyrics By Jishan Khan Shuvo

Obohela (অবহেলা) Bangla Lyrics By Jishan Khan Shuvo 

Song : Obohela

Vocal : Jishan Khan Shuvo 

Lyrics : Mehedi Hasan Limon 

Music : Yeasin Hossain Neru 

Label : Blue Dream 

 

নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েবসাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com

Obohela Bangla Lyrics 

তোমার চোখের তারায় এখন 

থাকে অন্যজন 

আমি তোমার ছিলাম না আপন 

ছিলাম প্রয়োজন 

তোমার চোখের তারায় এখন 

থাকে অন্যজন 

আমি তোমার ছিলাম না আপন 

ছিলাম প্রয়োজন 

আমারই তো ভুল ছিল 

একা আমি শুধু দোষি

নিজেই নিজেকে প্রশ্ন করি

কেন তোমায় ভালোবাসি

কেন তোমায় ভালোবাসি

খেয়াল খুশিমতো তুমি 

খেলেছো নিঠুর খেলা

ভালোবাসার বিনিময়ে 

পেলাম অবহেলা

 খেয়াল খুশিমতো তুমি 

খেলেছো নিঠুর খেলা

ভালোবাসার বিনিময়ে 

পেলাম অবহেলা

নিঝুম রাতের নিশ্চুপ তারাগুলো 

কষ্ট হয়ে জলে

মুখে মুখে বলি ভালো আছি

ভেতরে গেছি মরে

নিঝুম রাতের নিশ্চুপ তারাগুলো 

কষ্ট হয়ে জলে

মুখে মুখে বলি ভালো আছি

ভেতরে গেছি মরে

আমারই তো ভুল ছিল 

একা আমি শুধু দোষি

নিজেই নিজেকে প্রশ্ন করি

কেন তোমায় ভালোবাসি

কেন তোমায় ভালোবাসি

খেয়াল খুশিমতো তুমি 

খেলেছো নিঠুর খেলা

ভালোবাসার বিনিময়ে 

পেলাম অবহেলা

 খেয়াল খুশিমতো তুমি 

খেলেছো নিঠুর খেলা

ভালোবাসার বিনিময়ে 

পেলাম অবহেলা

বেমানান আমার ইচ্ছে যত

পায়না ছুতে তোমায়

হটাৎ করেই বদলে যাওয়া

তোমাকেই শুধু মানায়

বেমানান আমার ইচ্ছে যত

পায়না ছুতে তোমায়

হটাৎ করেই বদলে যাওয়া

তোমাকেই শুধু মানায়

আমারই তো ভুল ছিল 

একা আমি শুধু দোষি

নিজেই নিজেকে প্রশ্ন করি

কেন তোমায় ভালোবাসি

কেন তোমায় ভালোবাসি

খেয়াল খুশিমতো তুমি 

খেলেছো নিঠুর খেলা

ভালোবাসার বিনিময়ে 

পেলাম অবহেলা

 খেয়াল খুশিমতো তুমি 

খেলেছো নিঠুর খেলা

ভালোবাসার বিনিময়ে 

পেলাম অবহেলা।।

Obohela Bangla Lyrics

Tomar chokher taray ekhon

Thake onnojon

Ami tomar chilam na apon 

Chilam proyojon

Amari to bhul chilo

Eka ami shudhu doshi

Nijei nijeke proshno kori

Keno tomay valobasi

Keno tomay valobasi

Kheyal khushi moto tumi 

Khelcho nithur khela

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *