Ogo Abar Notun Kore (ওগো আবার নতুন করে) Bangla Lyrics By Srikanta Acharya.
Song : Ogo Abar Notun Kore
Singer : Srikanta Acharya
Also Sung By: Mukesh, Rupankar Bagchi
Music : Ratu Mukherjee
Lyrics : Pulak Banerjee
Music Label : Shemaroo Entertainment Ltd / Saregama India Ltd.
Release On : 13 May 2014
Ogo Abar Notun Kore Bangla Lyrics
ওগো আবার নতুন করে
ভুলে যাওয়া নাম ধরে ডেকো না
হারানো স্বপন চোখে এঁকো না
ওগো আবার নতুন করে
ভুলে যাওয়া নাম ধরে ডেকো না
হারানো স্বপন চোখে এঁকো না
ঝরা মালা বুকে তুলে নিয়ে
স্মৃতির সুরভী ঢেলে দিয়ে
ঝরা মালা বুকে তুলে নিয়ে
স্মৃতির সুরভী ঢেলে দিয়ে
ফাগুনের গান মনে রেখো না
হারানো স্বপন চোখে এঁকো না।
ওগো আবার নতুন করে
ভুলে যাওয়া নাম ধরে ডেকো না
হারানো স্বপন চোখে এঁকো না।
আবার মাধবীলতা
বাতাসে চেয়ো না ওগো দোলাতে
আবার মাধবীলতা
বাতাসে চেয়ো না ওগো দোলাতে
যে ব্যাথা নিয়েছি মেনে
অকারণে এসো না তা ভোলাতে
যে আশা হয়েছে ওগো মিছে
শুধু আলেয়ার পিছে পিছে
যে আশা হয়েছে ওগো মিছে
শুধু আলেয়ার পিছে পিছে
সমব্যাথা দিয়ে তারে রেখো না
হারানো স্বপন চোখে একো না।
ওগো আবার নতুন করে
ভুলে যাওয়া নাম ধরে ডেকো না
হারানো স্বপন চোখে এঁকো না
ওগো আবার নতুন করে
ভুলে যাওয়া নাম ধরে ডেকো না
হারানো স্বপন চোখে এঁকো না।।