Ohomer Chetefota (অহম ছিটে ফোটা) Bangla Gojol Lyrics By Nabiha Noor.
Song : Ohomer Chetefota
Singer : Nabiha Noor
Lyrics : Shah Mizan
Tune : Saifullah Mansur
Sound Design : Julkarnain
Audio Studio : Innovation
Director : Alom Morshed
Label : Spondon Audio Visual Center
নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েবসাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com
Ohomer Chetefota Bangla Lyrics
অহমের ছিটাফোঁটা
যদি কিছু থাকে
মুছে প্রভু সাফ করে
দিয়ো দিলটাকে।
অহমের ছিটাফোঁটা
যদি কিছু থাকে
মুছে প্রভু সাফ করে
দিয়ো দিলটাকে।
তোমার চাদর সেটা
জানি সেতো আমি
তবু্ও-বা হই যদি
ভুল পথগামী
তোমার চাদর সেটা
জানি সেতো আমি
তবু্ও-বা হই যদি
ভুল পথগামী
সেই সে চাদর যদি
টেনে ধরি কভু
সেই সে চাদর যদি
টেনে ধরি কভু
ক্ষমা করে দিয়ো তুমি
দয়াময় প্রভু
তোমার শোকর যেনো
সদা মনে থাকে।
মুছে প্রভু সাফ করে
দিয়ো দিলটাকে।
অহমের ছিটাফোঁটা
যদি কিছু থাকে
মুছে প্রভু সাফ করে
দিয়ো দিলটাকে।
অহমের ছিটাফোঁটা
যদি কিছু থাকে
মুছে প্রভু সাফ করে
দিয়ো দিলটাকে।
অহমেই বিতাড়িত
হলো আযাযীল
তার ধোঁকা থেকে যেনো
বাঁচে এই দিল
অহমেই বিতাড়িত
হলো আযাযীল
তার ধোঁকা থেকে যেনো
বাঁচে এই দিল
মনে যেনো অহমেরে
রাখি নাগো পুষে
সেতো জানি পূণ্যকে
খায় চুষে চুষে।
মনে যেনো অহমেরে
রাখি নাগো পুষে
সেতো জানি পূণ্যকে
খায় চুষে চুষে।
দিনে দিনে খোদাভীতি
বাড়ে যেনো দিলে
দিনে দিনে খোদাভীতি
বাড়ে যেনো দিলে
সেই পথে নাও, যাতে
তোমাকেই মিলে।
সাড়া যেনো দেই নাগো
শয়তানি ডাকে।
মুছে প্রভু সাফ করে
দিয়ো দিলটাকে।
অহমের ছিটাফোঁটা
যদি কিছু থাকে
মুছে প্রভু সাফ করে
দিয়ো দিলটাকে।
অহমের ছিটাফোঁটা
যদি কিছু থাকে
মুছে প্রভু সাফ করে
দিয়ো দিলটাকে
অহমের ছিটাফোঁটা
যদি কিছু থাকে
মুছে প্রভু সাফ করে
দিয়ো দিলটাকে।
অহমের ছিটাফোঁটা
যদি কিছু থাকে
মুছে প্রভু সাফ করে
দিয়ো দিলটাকে।
অহমের ছিটাফোঁটা
যদি কিছু থাকে
মুছে প্রভু সাফ করে
দিয়ো দিলটাকে।
তোমার চাদর সেটা
জানি সেতো আমি
তবু্ও-বা হই যদি
ভুল পথগামী
তোমার চাদর সেটা
জানি সেতো আমি।।