Ohongkari Mon(অহংকারী মন) Bangla Lyrics By Gogon Sakib
Song : Ohongkari Mon
Vocal : Gogon Sakib
Lyrics : R.Riaz & Gogon
Music : Ahmed Sajeeb
Label : Antor Multimedia
Ohongkari Mon Bangla Lyrics
তুমি আয়নার সামনে
দাড়িয়ে কি দেখো
তোমার সুন্দর রুপে
কি আছে লুকানো
তুমি মনে রেখো রে
তোমার সুন্দর রুপে
ঐ বিধাতা একজন
নিজ হাতে গড়েছে
তুমি অহংকারী মন
কেন করেছো লালন
তুমি পাওনা কি সে ভয়
একদিন হবে মরন
তুমি অহংকারী মন
কেন করেছো লালন
তুমি পাওনা কি সে ভয়
একদিন হবে মরন
তুমি ভেবে দেখো কি
তোমার সুন্দর যোকে
থাকবেনা চিরকাল
সব হবে রে মাটি
তুমি ভেবে দেখো কি
তোমার সুন্দর যোকে
থাকবেনা চিরকাল
সব হবে রে মাটি
যদি আরেকটু সুন্দর
তুমি হতে পারতে রে
তবে ভুলেও তোমার পা
পরতো না মাটিতে
তুমি অহংকারী মন
কেন করেছো লালন
তুমি পাওনা কি সে ভয়
একদিন হবে মরন
তুমি অহংকারী মন
কেন করেছো লালন
তুমি পাওনা কি সে ভয়
একদিন হবে মরন
তুমি অহংকারী মন
কেন করেছো লালন
তুমি পাওনা কি সে ভয়
একদিন হবে মরন
তুমি অহংকারী মন
কেন করেছো লালন
তুমি পাওনা কি সে ভয়
একদিন হবে মরন।।
Ohongkari Mon Bangla Lyrics
Tumi aynar samne
Dariye ki dekho
Tomar sundor rupe
Ki ace lukano
Tumi mone rekho re
Tomar sundor rupe
Oi bidhata ekjon
Nij hate goreche