Olpo Olpo Betha(অল্প অল্প ব্যাথা) Bangla Lyrics By FA Sumon
Song : Olpo Olpo Betha
Vocal : FA Sumon
Lyrics : Ibrahim Khalil Ibu
Music : FA Sumon
Label : FA Sumon Official
Olpo Olpo Betha Bangla Lyrics
অল্প অল্প ব্যাথাগুলো
দিলো যন্ত্রণা
কান্নাগুলো বুকে জমাট
কাদতে পারিনা
অল্প অল্প ব্যাথাগুলো
দিলো যন্ত্রণা
কান্নাগুলো বুকে জমাট
কাদতে পারিনা
প্রতিদিনই তোমায় ভেবে
নিতে চাই খবর
তাইতো বুকের কাছাকাছি
তোমার কবর
হটাৎ কোথায় হারিয়ে গেলে
বলে গেলে না
প্রানের মানুষ এমন কি হয়
বলে যায় না
এখন আমার সবকিছুতে
তোমারই সুবাস
একলা ঘরে একলা থাকি
আমি জিন্দা লাশ
এখন আমার সবকিছুতে
তোমারই সুবাস
একলা ঘরে একলা থাকি
আমি জিন্দা লাশ
এখন আমার ভাবনা জুড়ে
তুমি পরান পাখি
সারারাত্রি ঘুম আসে না
বুজে না দুই আখি
এখন আমার ভাবনা জুড়ে
তুমি পরান পাখি
সারারাত্রি ঘুম আসে না
বুজে না দুই আখি
এখন আমার সবকিছুতে
তোমারই সুবাস
একলা ঘরে একলা থাকি
আমি জিন্দা লাশ
এখন আমার সবকিছুতে
তোমারই সুবাস
একলা ঘরে একলা থাকি
আমি জিন্দা লাশ
আমার বুকে ছিলে আছো
মিশে শিরায় শিরায়
তোমার অভাব শুধুই
বিনা চিতায় পোরায়
আমার বুকে ছিলে আছো
মিশে শিরায় শিরায়
তোমার অভাব শুধুই
বিনা চিতায় পোরায়
এখন আমার সবকিছুতে
তোমারই সুবাস
একলা ঘরে একলা থাকি
আমি জিন্দা লাশ
এখন আমার সবকিছুতে
তোমারই সুবাস
একলা ঘরে একলা থাকি
আমি জিন্দা লাশ।।
Olpo Olpo Betha Bangla Lyrics
Olpo olpo betha gulo
Dilo jontrona
Kanna gulo buke jomat
Kadte pari na
Proti dini tomay vebe
Nite chai khobor
Taito buker kacha kachi
Tomari kobor