Omon Kore Dako Jodi (অমন করে ডাকো যদি) Bangla Lyrics By Mahtim Shakib.
Song : Omon Kore Dako Jodi
Singer : Mahtim Shakib
Lyrics : Jamal Hossain
Tune & Music : Rezwan Sheikh
Label : Rangan Music
Omon Kore Dako Jodi Bangla Lyrics
অমন করে ডাক যদি
কেমন করে থাকি দূরে
অমন করে ডাক যদি
কেমন করে থাকি দূরে।
উদাসী হয়ে তোমার ডাকে
পরাণ আমার রয় না ঘরে
পরাণ আমার রয় না ঘরে।
অমন করে ডাক যদি
কেমন করে থাকি দূরে।
কাছে এসে দাওনা সারা
হয় যে হৃদয় পাগল পারা
তোমার জন্য পোড়ে মনটা
থাকে না দূরে সরে।
কাছে এসে দাওনা সারা
হয় যে হৃদয় পাগল পারা
তোমার জন্য পোড়ে মনটা
থেক না দূরে সরে।
উদাসী হয়ে তোমার ডাকে
পরাণ আমার রয় না ঘরে
পরাণ আমার রয় না ঘরে।
এমন করে ডাক যদি
কেমন করে থাকি দূরে।
মিছে কেন ডাক আমায়
নাই বা যদি কাছে আসো
নিজের ঘরে যাব চলে
তবুও আর ফিরব না যে।
মিছে কেন ডাক আমায়
নাই বা যদি কাছে আসো
নিজের ঘরে যাব চলে
তবুও আর ফিরব না যে।
উদাসী হয়ে তোমার ডাকে
পরাণ আমার রয় না ঘরে
পরাণ আমার রয় না ঘরে।
অমন করে ডাক যদি
কেমন করে থাকি দূরে।