Onek Kedechi ( অনেক কেঁদেছি ) Lyrics By GOGON SAKIB | Akhi Islam & Chottoteddy | Tiktok Viral Sad Song 2022
Song : Onek Kedechi
Singer : Gogon Sakib
Lyrics : K Nayem
Tune : Gogon Sakib
Music : Ahmed Sajeeb
Label : Antor Multimedia
Onek Kedechi Bangla Lyrics
নেইতো আমার বাহাদুরি
তোমার শহরে
কে জানি আজ অনেক টাকায়
তোমায় কিনেছে
নেইতো আমার বাহাদুরি
তোমার শহরে
কে জানি আজ অনেক টাকায়
তোমায় কিনেছে
দিনের শেষে পণ্য হলে
মা বাবার নজরে
ভালোবাসা বিক্রি হলো
সস্তার বাজারে
অনেক কেদেছি রে আমি
অনেক কেদেছি
তোমার অভবে এই আমি
আজ নষ্ট হয়েছি
অনেক কেদেছি রে আমি
অনেক কেদেছি
তোমার অভবে এই আমি
আজ নষ্ট হয়েছি
আগের মতো রাত জেগে আর
হয়না রে কথা
ফোনের ওপাশ থেকে
কেউ আর শাসন করে না
আগের মতো রাত জেগে আর
হয়না রে কথা
ফোনের ওপাশ থেকে
কেউ আর শাসন করে না
আঙটি বদল কবুল বলা
আর তো হলো না
হারিয়ে যাওয়া অপরাধী
আরতো ফিরলো না
অনেক কেদেছি রে আমি
অনেক কেদেছি
তোমার অভবে এই আমি
আজ নষ্ট হয়েছি
অনেক কেদেছি রে আমি
অনেক কেদেছি
তোমার অভবে এই আমি
আজ নষ্ট হয়েছি