Onek Kotha (অনেক কথা) Bangla Lyrics By Jayati Chakraborty.
Song : Onek Kotha
Singer : Jayati Chakraborty
Lyrics : Arijit Ghosh
Tune : Banikantha
Music Design : Barenya Saha
Video Direction, edit And color : Maahirii Bose
Audio Studio : Gaanabzna Musik Garage
Producer : Manoj Saha
Label : Jayati Chakraborty
Onek Kotha Bangla Lyrics
অনেক কথা হলো বলা
এবার আমি আসি,
অনেক কথা হলো বলা
এবার আমি আসি,
সন্ধ্যার রং মেখে এ আকাশ
মিতভাষী।
পায়েতে জড়ানো পথ আলতো হাওয়া
পায়েতে জড়ানো পথ আলতো হাওয়া
ধিকি ধিকি জ্বলে ওঠা জোনাকিরা,
আশ্বাসী।
অনেক কথা হলো বলা
এবার আমি আসি।।
পরশ যে টুকু তোমার
সে টুকুই তুলে রাখি,
ভালোবাসার মতো করে
ভালোবাসতে বাকি।
এটুকুই গান্ধারে রেখে যেতে চাওয়া
এটুকুই গান্ধারে রেখে যেতে চাওয়া
আমার আকুল মন আর ..
জোছনার বাঁশি ..
অনেক কথা হলো বলা
এবার আমি আসি।।
আলো ছায়া, মেঘ জল
জীবনের যা কিছু সব,
তোমাকেই সাথে নিয়ে
আমার ইমন ভৈরব।
এইটুকু বিশ্বাসে তোমাকে যে পাওয়া
এইটুকু বিশ্বাসে তোমাকে যে পাওয়া
মুঠোয় রাখছি হাত আর ..
স্বপ্নের রাশি ..
অনেক কথা হলো বলা
এবার আমি আসি,
সন্ধ্যার রং মেখে এ আকাশ
মিতভাষী।
পায়েতে জড়ানো পথ আলতো হাওয়া
পায়েতে জড়ানো পথ আলতো হাওয়া
ধিকি ধিকি জ্বলে ওঠা জোনাকিরা,
আশ্বাসী।
অনেক কথা হলো বলা
এবার আমি আসি।।