Onibarjo Karone(অনিবার্য কারণে) Bangla Lyrics By Tahsin Ahmed। Shukhe Dukhe Bangla Natok.
Song : Onibarjo Karone
Vocal : Tahsin Ahmed
Lyrics : Tahsin Ahmed
Label : Cd Choice
Onibarjo Karone Bangla Lyrics
একাকী বিকেলে ছায়াদের মিছিলে,
অন্যরূপে তুমি তো আমারই ছিলে।
তুমি ছিলে ঘুম জড়ানো আলাপে,
ছেঁড়া পকেটের খুঁচরো মন খারাপে।
নামে বা বেনামে, এই বুকের বামে,
ঠিকানা রয়েছে তোমারই।
অনিবার্য কারণে এখন তুমি আমারই,
অনিবার্য কারণে আমি তোমারই
অনিবার্য কারণে এখন তুমি আমারই,
অনিবার্য কারণে আমি তোমারই
ফুল পাখি চাঁদ তাঁরা, জোছনা পাহাড়
আগের মতো কিছু নেই তো আর।
বদলে গেছে সবকিছুই নিমিষে আমার,
এ সবই যে তোমার উপহার।
নামে বা বেনামে, এই বুকের বামে,
ঠিকানা রয়েছে তোমারই।
অনিবার্য কারণে এখন তুমি আমারই,
অনিবার্য কারণে আমি তোমারই
অনিবার্য কারণে এখন তুমি আমারই,
অনিবার্য কারণে আমি তোমারই
একাকী বিকেলে ছায়াদের মিছিলে,
অন্যরূপে তুমি তো আমারই ছিলে।
তুমি ছিলে ঘুম জড়ানো আলাপে,
ছেঁড়া পকেটের খুঁচরো মন খারাপে।
নামে বা বেনামে, এই বুকের বামে,
ঠিকানা রয়েছে তোমারই।
অনিবার্য কারণে এখন তুমি আমারই,
অনিবার্য কারণে আমি তোমারই
অনিবার্য কারণে এখন তুমি আমারই,
অনিবার্য কারণে আমি তোমারই
অনিবার্য কারণে এখন তুমি আমারই,
অনিবার্য কারণে আমি তোমারই
অনিবার্য কারণে এখন তুমি আমারই,
অনিবার্য কারণে আমি তোমারই।।
Onibarjo Karone Bangla Lyrics
Ekaki bikele chayader michile
Onnorupe tumi to amari chile
Tumi chile ghum jorano aalape
Chera pocket-er khuchro mon kharape
Naame ba bename ei buker baame
Thikana royeche tomari
Anibarjo karone ekhon tumi amari
Onibarjo karone Ami Tomari
Onibarjo karone ekhon tumi amari.