Ontor Jane Poran Jane(অন্তর জানে পরান জানে ) Bangla Lyrics By FA Sumon

Ontor Jane Poran Jane(অন্তর জানে পরান জানে ) Bangla Lyrics By FA Sumon 

Song : Ontor Jane Poran Jane

Vocal : FA Sumon 

Lyrics : Sayed Rahman 

Music : FA Sumon 

Label : FA Sumon Official 

 

Ontor Jane Poran Jane Bangla Lyrics 

অন্তর জানে পরান জানে

জানে আমার মন

তোমায় কতো ভালোবাসি 

কতো টা আপন 

অন্তর জানে পরান জানে

জানে আমার মন

তোমায় কতো ভালোবাসি 

কতো টা আপন 

দুই দেহেতে একটা হৃদয় 

ভালোবাসা কারে তা কয়

একি দিনে দুইটা হৃদয় 

হয় যেন মরন

হয় যেন মরন

অন্তর জানে পরান জানে

জানে আমার মন

তোমায় কতো ভালোবাসি 

কতো টা আপন

দলিল কইরা লেইখা দিলাম 

বুকের ভিটা মাটি

সেই মাটিতে সত্য তোমার

প্রেম যে ছিল খাটি

দলিল কইরা লেইখা দিলাম 

বুকের ভিটা মাটি

সেই মাটিতে সত্য তোমার

প্রেম যে ছিল খাটি

চাই বাচিতে তোমার সাথে

ওই বুকেতে সর্গ আছে

তুমি ছাড়া অন্ধ আমি 

আন্ধা এ জীবন 

আন্ধা এ জীবন 

অন্তর জানে পরান জানে

জানে আমার মন

তোমায় কতো ভালোবাসি 

কতো টা আপন

একি সাথে চাই গো হতে

দুজন বুরাবুরী

হাজার বাধায় ভাঙবে না গো

এই আমাদের জুরি 

একি সাথে চাই গো হতে

দুজন বুরাবুরী

হাজার বাধায় ভাঙবে না গো

এই আমাদের জুরি 

হাত তুলিয়া মোনাজাতে

যাই বলে যাই দুজনাতে

হাশরের ও ময়দানেও

হই যেন আপন

হই যেন আপন

অন্তর জানে পরান জানে

জানে আমার মন

তোমায় কতো ভালোবাসি 

কতো টা আপন।।

Ontor Jane Poran Jane Bangla Lyrics

Ontor jane poran jane 

Jane amar mon

Tomay koto valobasi 

Koto ta apon

Dui dehete ekta hridoy

Valobasa kare ta koy

Eki dine dui ta hridoy

Hoy jeno moron

Hoy jeno moron.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *