Ontore Bojropat (অন্তরে ববজ্রপাত) Bangla Lyrics By Akash Mahmud.
Song : Ontore Bojropat
Singer : Akash Mahmud
Lyrics & Tune : Akash Mahmud
Label : Akash Dream Music
Ontore Bojropat Bangla Lyrics
যার কইলজাতে আগুন ধইরাছে
সেই তো জালা জানে
অন্তরে বজ্রপাত হইলে
বোঝাবে কেমনে গো
যার কইলজাতে আগুন ধইরাছে
সেই তো জালা জানে
অন্তরে বজ্রপাত হইলে
বোঝাবে কেমনে গো
অন্তরে বজ্রপাত হইলে
বোঝাবে কেমনে গো
আগুনে পোড়ার যন্ত্রণা
নাইরে আমার জানা
জানি প্রেমে পুড়ে কয়লা
হওয়ার বেদনা
আগুনে পোড়ার যন্ত্রণা
নাইরে আমার জানা
জানি প্রেমে পুড়ে কয়লা
হওয়ার বেদনা
যার প্রেমের পাখি উইড়া গেছে
ব্যথা দিয়া মনে গো
অন্তরে বজ্রপাত হইলে
বোঝাবে কেমনে গো
অন্তরে বজ্রপাত হইলে
বোঝাবে কেমনে গো
প্রানের পাখি প্রানটা লইয়া
করে শুধু খেলা
পোড়া মনে বোঝেনা রে
কান্দে সারাবেলা
প্রানের পাখি প্রানটা লইয়া
করে শুধু খেলা
পোড়া মনে বোঝেনা রে
কান্দে সারাবেলা
যার মনের মানুষ দূরে গিয়াও
হৃদয় টাইনা ছিড়ে গো
অন্তরে বজ্রপাত হইলে
বোঝাবে কেমনে গো
অন্তরে বজ্রপাত হইলে
বোঝাবে কেমনে গো
যার কইলজাতে আগুন ধইরাছে
সেই তো জালা জানে
অন্তরে বজ্রপাত হইলে
বোঝাবে কেমনে গো
অন্তরে বজ্রপাত হইলে
বোঝাবে কেমনে গো।।